জেলের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

২৭ জুন, ২০২৪ | ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিষধর সাপ রাসেল’স ভাইপার। বুধবার বিকালে উপজেলার বয়ড়া এলাকায় পদ্মা নদীতে জেলে আফসার মিস্ত্রির জালে ধরা পড়ে সাপটি। আফসার মিস্ত্রি উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তিনি জানান, উপজেলার বয়ড়া এলাকায় পদ্মা নদীর মাঝে চর জেগে উঠেছে। অন্যান্য দিনের মতো আজ সকালে জেগে ওঠা ওই চরে তিনি চায়না জাল পাতেন। বিকাল ৪টার দিকে জাল উঠানোর পর তিনি জালের ভেতর সাপ দেখতে পান। জানা গেছে, জালে আটকা পড়ার পর ওই জেলেসহ স্থানীয়রা সাপটি জীবিত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। এ সময় রাসেল’স ভাইপার সাপটি দেখতে স্থানীয় উৎসুক লোকজন উপজেলা চত্বরে ভিড় করেন। এরপর উপজেলা প্রশাসন বন বিভাগের সাপ উদ্ধারকারী দলকে খবর দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে এ দলের ইউএনও শাহরিয়ার রহমানের সঙ্গে দেখা করেন। পরে আটকা পড়া জীবিত রাসেল’স ভাইপার সাপটি বন অধিদপ্তরের উদ্ধারকারী দলের সদস্যদের কাছে হস্তান্তর করেন ইউএনও।