আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউরের ভারতে যাওয়ার কথা জানেন না কোনো কর্মকর্তা

২৫ জুন, ২০২৪ | ৯:২১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দিনভর আলোচনায় থাকা ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। স্থলবন্দরের সরকারি কয়েকটি সংস্থার (কামস্টস, বিজিবি ও ইমিগ্রেশন) কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে মতিউর রহমান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। রোববারের আখাউড়া স্থলবন্দরের কাস্টমস, বিজিবি ও ইমিগ্রেশনের বহির্গমন লিপিবদ্ধ রেজিস্টার খাতায় তল্লাশি করেও মতিউর রহমান ভারতে যাওয়ার কোনো হদিস পাওয়া যায়নি। সারাদেশে সোমবার আলোচনায় ছিল মাথা ন্যাড়া করে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ছেড়েছেন ছাগলকাণ্ডের আলোচিত মতিউর রহমান। সরেজমিনে সোমবার আখাউড়া স্থলবন্দর গিয়ে কামস্টস, বিজিবি ও ইমিগ্রেশনের বিভিন্ন নথিপত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিজিবির আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার রুহুল আমিন বলেন, এ পথে দিয়ে মতিউর রহমান ভারতে গেছে বলে আমাদের কাছে এ রকম তথ্য নেই। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, মতিউর রহমান আমাদের চেকপোস্ট ব্যবহার করে ভারতে যাননি। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ূম তালুকদার বলেন, আমরাও শুনেছি মতিউর রহমান এ স্থলবন্দর দিয়ে ভারতে গমন করেছেন। তবে আমাদের কাছে এমন তথ্যপ্রমাণ নেই যে তিনি এ পথেই ভারতে গেছেন।