এবার হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা

২৪ জুন, ২০২৪ | ৫:২২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাত দিন দিন বাড়ছে। হামলা আর পালটা হামলা চলছেই। সোমবার ফের হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে ইসরাইল। খবর আল-জাজিরার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বেশ কয়েকটি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি টার্গেট করে রাতভর হামলা করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, আইতারুন গ্রামে হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা এবং কাফার কিলা ও খিয়ামে সংগঠনটির অপারেশনাল অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে, লেবানন থেকে ইসরাইলের শহর মেতুলার দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে দুই ইসরাইলি সেনা আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল সন্ধ্যায় ইসরাইলি গণমাধ্যম এ হামলার খবর প্রকাশ করে।