দেশবাসীকে জাতীয় পার্টির ঈদুল আজহার শুভেচ্ছা

১৬ জুন, ২০২৪ | ৫:০৮ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে জিএম কাদের বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষ্যে আপনাদের জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদুল আজহা বিশ্বের সব মুসলমানের জন্য বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি। বিশ্বের যে প্রান্তে মুসলমান ভাই-বোনেরা আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ঈদুল আজহা নীতির পথে থাকার, আল্লাহর পথে থাকার উৎকৃষ্ট উদাহরণ। হজরত ইব্রাহিম (আ.) তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে উদ্যোগী হয়েছিলেন। আল্লাহর নির্দেশিত পথে অটল থাকার জন্য প্রস্তুত ছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো- আল্লাহর নির্দেশিত পথে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নির্দেশিত পথেই আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য কোনোরকম আপস করা আমাদের উচিত হবে না। এটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা। ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, আজ আমরা ঈদুল আজহার শিক্ষার মধ্যে নেই, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আল্লাহর নির্দেশিত পথের বাইরে আমরা প্রতিযোগিতা করছি, সর্বশক্তি নিয়োগ করছি। ত্যাগের মহিমায় আমরা নিজেদের উদ্ভাসিত করতে পারছি না। সেই কারণে আমি মনে করি, ঈদুল আজহার দিনে এই শপথ নিতে হবে- পশু কুরবানির সঙ্গে দুর্নীতি ও দুর্নীতির জন্য প্রতিযোগিতাও কুরবানি করব। ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এটাই হোক আজকের দিনের প্রত্যয় ও শপথ। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আল্লাহর নির্দেশিত পথে কোনো আপস নয়, সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে- এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।