ঘূর্ণিঝড় রেমাল: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ

২৬ মে, ২০২৪ | ১০:৪১ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। রোববার সংগঠনের নেতাকর্মীদের উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, সচেতনতামূলক প্রচারণা চালানো, মাইকিং করে, শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা, ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কার্যক্রম তত্ত্বাবধানের কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিমও গঠন করা হয়েছে। যুবলীগ: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় (উপকূলীয় জেলাগুলো)-এর মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা ও প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণসহ ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে বলা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব পর্যায়ের নেতাকর্মীদের বিশেষভাবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ছাত্রলীগ: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।