শান্তি আলোচনায় বাইডেন-শিকে আহ্বান জেলেনস্কির

২৬ মে, ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী মাসে অনুষ্ঠেয় সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক ভিডিও বার্তার মাধ্যমে এ আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেছেন, আমি বিশ্বের নেতাদের কাছে বিশেষ করে বাইডেন এবং শিকে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ করছি। অনুগ্রহ করে আপনার ব্যক্তিগত নেতৃত্ব এবং অংশগ্রহণের মাধ্যমে শান্তি সম্মেলন সমর্থন করুন। জেলেনস্কি আরও বলেছেন, প্রতিশ্রুতি পূরণের জন্য নেতাদের উপস্থিত হওয়া উচিত। কারণ, এই শীর্ষ সম্মেলনটি বিশ্বে কে যুদ্ধের অবসান করতে চায় তা তুলে ধরবে। কিয়েভ তার শান্তি পরিকল্পনায় রুশ সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। ১৫ ও ১৬ জুন সুইজারল্যান্ডের শহর লুসার্নের কাছে একটি বিলাসবহুল রিসোর্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউক্রেনের অনুরোধে সুইস সরকার এই অনুষ্ঠানের আয়োজন করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৮০টিরও বেশি দেশ এতে অংশ নেবে। তবে রাশিয়া এই অনুষ্ঠানে যোগ দেবে না।