২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত

২৭ এপ্রিল, ২০২৪ | ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্ক জামাইকা মাল্টিপ্লেক্স-এ মুক্তি পাচ্ছে – ঈদ মাতানো মিস্ট্রি থ্রিলার মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং শরিফুল রাজ অভিনীত 'ওমর'। ঢাকার প্রেক্ষাগৃহে 'ওমর' ছবিটি দর্শক দের মন প্রত্যাশা পুরন করেছে বলেই শোনা গেছে । 'ওমর' রিলিজ নিয়ে নিজের আনন্দের কথা জানিয়ে বায়োস্কোপ ফিল্মস এর রাজ হামিদ বলেছেন দুই বছর আগে এই ছবির কথা প্রসঙ্গে বলেছিলাম – এটা চার রাজ-এর ছবি । পরিচালক রাজ, অভিনেতা রাজ, চিত্রগ্রাহক রাজ এবং এখন অবশেষে বায়োস্কোপ-এর রাজ এটার পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ছবিটি নিয়ে আমরা খুব আশাবাদী । দর্শকরা ছবি দেখে উপভোগ করবেন , এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।' পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ যুক্তরাষ্ট্রে তার পরিচালিত দ্বিতীয় ছবি 'ওমর' মুক্তি উপলক্ষ্যে বলেন, এখানে একটা সুন্দর গল্পের উপর ছবিটা করেছি। ওমরে যেমন কমেডি আছে, তেমনি মার্ডার মিস্ট্রি প্লট আছে, তেমনি অ্যাডভেঞ্চার আছে – আর আছে শক্তিমান কিছু অভিনেতার অভিনয় । আমার বিশ্বাস , দর্শক ঢাকায় যেমন 'ওমর'-কে ভালবেসেছে , আমেরিকা এবং কানাডায়ও তেমনি ‘ওমর'-কে গ্রহন করবে । 'ওমর' ছবিতে আরো আছেন – নাসিরুদ্দিন খান, শহিদুজ্জামান সেলিম, ফাযলুর রহমান বাবু , রোজী সিদ্দিকি এবং দরশনা বনিক । পরিচালনা ছাড়াও , 'ওমর'-এর স্টোরি , চিত্রনাট্য করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ । বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নওশাবা রশিদ বলেন , ওমর আমাদের ৪২তম উত্তর আমেরিকা পরিবেশনা । প্রথম পর্যায়ে নিউ ইয়র্ক ছাড়াও ডালাস, শিকাগো , সান ফ্রান্সিস্কোতে মুক্তি পাচ্ছে 'ওমর' । এর পর লস আঞ্জেলেস, বোস্টন , ভারজিনিয়া, ডেট্রোয়েট , নিউ জার্সি , ওয়েস্ট পাম বীচ, পোর্টল্যান্ড , সিয়াটেল সহ ২০টির অধিক শহরে মুক্তি দেয়া হবে 'ওমর' । কানাডার ৭ টি শহরে ১০ মে 'ওমর' আসছে । এবং সব শেষে সেন্সর সাপেক্ষ্যে মে মাসের শেষে মধ্য প্রাচ্যে মুক্তি পাবে ওমর । দীর্ঘ পাঁচ বছর ছবি দেখাবার পর, হল্ টি উন্নয়নের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জামাইকা মাল্টিপ্লেক্স আসছে ৩০ এপ্রিল । 'ওমর' হবে এই হলটির শেষ বাংলা ছবি । তাই পরিবেশক বায়োস্কোপ ফিল্মস দ্রুত অন্য ভেন্যুর ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে । 'ওমর' প্রযোজনা করেছেন মাস্টার কমিউনিকেশেন্স ।