কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৭ এপ্রিল, ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

নিউইয়র্কের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান কলম্বিয়া ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ক্যারিয়ার গড়া বিষয়ক সেমিনার। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের এডজাঙ্কট প্রফেসর শোয়াইব আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার কো-পাইলটের প্রতিষ্ঠাতা ও সিইও এলিস ডন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এলিস ডন তার মূল উপস্থাপনায় গ্রাজুয়েশনের পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেতে বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এতে দক্ষ হতে নতুন প্রজন্মের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের উৎসাহিত করেন।একইসাথে তার নিজের প্রতিষ্ঠান কেয়ার কো-পাইলটের প্রতিষ্ঠাকালীন নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে প্রফেসর শোয়াইব আহমেদ ভুঁইয়া শিক্ষার্থীদের গতানুগতিক চাকরি / ব্যবসার বাইরে গিয়ে সমাজের নানা সমস্যার সমাধানে প্রযুক্তি ব্যাবহারের আহবান জানান।প্রফেসর শোয়াইব আশা প্রকাশ করেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যৎতেও যুক্তরাস্ট্র সহ সারা বিশ্বে উদ্ভাবন ও গবেষণায় নেতৃত্ব দিবে । উল্লেখ্য, প্রফেসর শোয়াইব আহমেদ ভুঁইয়া কলম্বিয়া ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টে একমাত্র বাংলাদেশি-আমেরিকান শিক্ষক। তিনি কলম্বিয়া ছাড়াও পেইস ইউনিভার্সিটি ও কিউনিতে এডজাঙ্কট প্রফেসর এবং দ্যা সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের নির্বাচিত সিনেটর হিসেবে কর্মরত আছেন।