ইরানের কৃষি-খাদ্য রপ্তানি বেড়েছে ২২ শতাংশ

২৭ এপ্রিল, ২০২৪ | ৫:০২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ইরানের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি আগের ইরানি ক্যালেন্ডার বছরের (১৯ মার্চ যা শেষ হয়েছে) চেয়ে ২২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মূল্যের দিক দিয়ে আগের বছরের তুলনায় এই রপ্তানি বেড়েছে বলে ইরানের একজন অর্থনৈতিক কর্মকর্তা জানিয়েছেন। ইরানের হাউজ অব ইন্ডাস্ট্রি, মাইনিং অ্যান্ড ট্রেডের আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য উন্নয়ন কমিটির মুখপাত্র রুহুল্লাহ লাতিফি জানান, ইরানের উৎপাদকরা উল্লিখিত বছরে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে। প্রতিবেদন মতে, আগের বছরে দেশটির মোট তেল বহির্ভূত রপ্তানিতে কৃষি-খাদ্য পণ্যের অবদান ছিল ১২ দশমিক ৮ শতাংশ। এই বছরে ১ দশমিক ৯৮৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে ইরানের কৃষি-খাদ্য পণ্য রপ্তানির শীর্ষ গন্তব্য ছিল ইরাক। সূত্র: মেহর নিউজ