চেয়ারম্যানরা এমপি মন্ত্রীর স্বজন হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন: মির্জা আজম

২৪ এপ্রিল, ২০২৪ | ৫:০৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দলীয় সিদ্ধান্ত মেনেই টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ হীরা নির্বাচনে অংশ নিয়েছেন। সংসদ-সদস্য (এমপি) ও মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আওয়ামী লীগ নির্দেশনা দিলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসাবে হারুন অর রশিদ হীরার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন- এমপি বা মন্ত্রীর যেসব স্বজন গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। এদের ক্ষেত্রে এমপি-মন্ত্রীর স্বজন হিসাবে দলীয় নির্দেশনা প্রযোজ্য হবে না। হারুন অর রশিদ হীরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই। এছাড়া ড. আব্দুর রাজ্জাক এমপির মামাতো ভাই ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঞ্জুরুল ইসলাম তপন ধনবাড়ী পৌরসভার দুবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। ধনবাড়ীতে হারুন অর রশিদ হারী ছাড়াও আরও তিন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান জানান, টাঙ্গাইলে ধনবাড়ী, মধুপুর ও গোপালপুরের ৩৪ প্রার্থীর মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা প্রচার শুরু করে দিয়েছেন।