আনু মুহাম্মদের পায়ে ‘কম্বাইন্ড অপারেশনের’ প্রস্তুতি শুরু

২৩ এপ্রিল, ২০২৪ | ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল রয়েছে’। তিনি ট্রেন থেকে নামার সময় পায়ে গুরুতর আঘাত পান। তার পায়ে ‘কম্বাইন্ড অপারেশনের’ প্রস্তুতি পর্বে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। চিকিৎসক বলেন, আনু মুহাম্মদের অবস্থা এখন স্থিতিশীল। অস্ত্রোপচারের আগে যেসব পরীক্ষা-নিরীক্ষা দরকার সেগুলো করা হচ্ছে। তবে অস্ত্রোপচারের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানান এই চিকিৎসক। তরিকুল ইসলাম বলেন, আনু মুহাম্মদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের সদস্যরা সোমবারই বৈঠক করেছেন। তাদের পরামর্শেই আনু মুহাম্মদের পায়ের অপারেশনের আগে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা দরকার সেগুলো এরই মধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত তারিখ নির্ধারণ না হলেও খুব দ্রুতই অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপকের পায়ে যে ‘কম্বাইন্ড অপারেশন’ লাগবে, সেটি সোমবারই সাংবাদিকদের জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। সেজন্য আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়৷ একটি স্মরণসভায় যোগ দিতে শুক্রবার দিনাজপুর গিয়েছিলেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। রোববার একতা এক্সপ্রেসে ঢাকায় ফেরার সময় তিনি দুর্ঘটনায় পড়েন। খিলগাঁওয়ে পৌঁছার পর ট্রেনটি ধীরে চলতে থাকলে সেখানেই নেমে পড়ার চেষ্টা করেন আনু মুহাম্মদ। তখন পা পিছলে পড়ে বাঁ-পায়ের প্রায় সব আঙ্গুল থেঁতলে যায়। ডান পায়ের বুড়ো আঙ্গুলও ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পায়ের আঙুলে অস্ত্রোপচার করার পর রোববার তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।