মহড়ার সময় জাপানে ভেঙে পড়ল দুটি হেলিকপ্টার, নিহত ১, নিখোঁজ ৭

২২ এপ্রিল, ২০২৪ | ৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

প্রশিক্ষণ মহড়া চলাকালীন সময় আচমকাই ভেঙে পড়ল হেলিকপ্টার। ফের এই ঘটনাটি ঘটল জাপানে। শনিবার রাতে মধ্য জাপানের দক্ষিণ উপকূলে চলছিল প্রশিক্ষণ মহড়া। আর তখনই ভেঙে পড়ে দুটি হেলিকপ্টার। এই দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। তবে এখন পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (এমএসডিএফ) ও কোস্টগার্ড। জাপানের তরফে জানান হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন সময় ভেঙে পড়ে ইজু দ্বীপের কাছে ভেঙে পড়ে দুটি এসএইচ-৬০ হেলিকপ্টার। এই দুর্ঘটনার পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা জানিয়েছেন, কি করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহড়া চলাকালীন সময় দুটি হেলিকপ্টার খুবই কাছাকাছি চলে আসে। এরফলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। তাতেই ভেঙে পড়ে এসএইচ-৬০ হেলিকপ্টার। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, গত ১৫ মার্চ জাপানে দক্ষিণাঞ্চলে হিডা শহরে আচমকাই ভেঙে পড়েছিল সামরিক হেলিকপ্টার। এই দুর্ঘটনায় কোন প্রাণহানি হয়নি। তবে এই ঘটনার রেশ কাটতে কাটতে ফের জাপানে ভেঙে পড়ল হেলিকপ্টার। বারবার এই ঘটনা কেন হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।