খুলনা ছাড়া সব বিভাগে বৃষ্টির আভাস

১৮ এপ্রিল, ২০২৪ | ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে প্রায় সব অঞ্চলেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, বৃষ্টি হলেও এপ্রিলজুড়ে কমবেশি তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এ মাসের শেষের দিকে দাবদাহ আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগ অর্থাৎ খুলনা বিভাগ ছাড়া প্রায় সব অঞ্চলেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এর পর আবারও তাপমাত্রা বাড়বে বলেও জানান এ আবহাওয়াবিদ। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে।