নবজাতককে ‘সুপারহিরো’ বানাতে গিয়ে মৃত্যু, বাবার কারাদণ্ড

১৮ এপ্রিল, ২০২৪ | ৫:১১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ছেলেকে হত্যার দায়ে ম্যাক্সিম লিউতি ও তার বান্ধবী শিশু কসমসের মা ওকসানা মিরোনোভাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে চূড়ান্ত শুনানির দিন তিনি নিজের ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। তাকে সাড়ে আট বছরের কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হয় বলে জানায় যুক্তরাজ্যের সংবাদ সংস্থা মেট্রো। মিরোনোভা বাড়িতে তার ছেলেকে জন্ম দিয়েছিলেন। কারণ লিউতি তাকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। এখানেই শেষ নয়, এরপর যে কাণ্ড করেছেন রাশিয়ার সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাক্সিম লিউতি, নবজাতককে মায়ের বুকের দুধ পান করতে দেননি, শুধুমাত্র সূর্যালোকে রেখে ছেলেকে ‘সুপারহিরো’ বানাতে চেয়েছিলেন। কিন্তু ছোট্ট কসমস বাবার এই পাগলামীর ধকল সহ্য করতে পারেনি। চরম অপুষ্টি এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে মাত্র এক মাস বয়সে শিশুটির মৃত্যু হয়। মেট্রো জানায়, গত বছর ৮ মার্চ রাশিয়ার সোচির একটি হাসপাতালে মারা যায় কসমস। কসমসের জন্মের পর লিউতি তাকে মায়ের বুকের দুধ পান করতে দেয়নি বলে জানান মিরোনোভার কাজিন ওলেসিয়া নিকোলায়েভা। তিনি বলেন, লিউতি তাকে বাচ্চাকে বুকের দুধ না খাওয়াতে বাধ্য করেছে। লিউতির বিশ্বাস ছিল সূর্যালোক থেকেই শিশুটি খাবার পাবে। ওকসানা গোপনে শিশুটিকে বুকের দুধ পান করানোর চেষ্টাও করেছে। কিন্তু সে ম্যাক্সিমকে খুব ভয় পেত। মেট্রোর খবরে বলা হয়, লিউতি নিজের সন্তানের ওপর ‘পরীক্ষা চালাতে চেয়েছিলেন। দেখতে চেয়েছিলেন শুধু সূর্যালোক থেকে মানুষ বেঁচে থাকার মত খাবার পেতে পারে কিনা। যাতে সে পরবর্তীতে এ বিষয়ে মানুষকে উপদেশ দিতে পারে। খাবার না দেওয়া ছাড়াও লিউতি তার ছেলেকে ঠান্ডা পানিতে গোসল করাতেন। তার বিশ্বাস ছিল এতে ছেলের শক্তি বাড়বে। লিউতির এসব কর্মকাণ্ডে শিশুটি দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে সোচির একটি হাসপাতালে নিয়ে যেতে রাজি হয় তারা বাবা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে পৌঁছানোর আগেই কসমস মারা যায়। পুলিশ লিউতি ও মিরোনাভাবে গ্রেপ্তার করে। তারপর থেকে আদালতে তাদের বিচার চলছিল। প্রথমে সব কিছু অস্বীকার করেন লিউতি। এমনকি এই জানুয়ারি মাসেও তিনি নিজের মুক্তির প্রত্যাশা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। তবে শেষ পর্যন্ত আদালতে চূড়ান্ত শুনানির দিন তিনি নিজের ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। এ সপ্তাহে তার সাজা ঘোষণা করা হয়। তাকে সাড়ে আট বছরের কারাদণ্ড এবং প্রায় ৯০০ পাউন্ড সমপরিমাণের অর্থ জরিমানা করা হয় বলে জানায় মেট্রো।