নিউইয়র্কে দুই দিনব্যাপী ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

১৭ এপ্রিল, ২০২৪ | ৯:০৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

আগামী শনি ও রবিবার (২০ ও ২১ এপ্রিল) নিউইয়র্ক সিটির জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে বাংলাদেশ, ভারত ও এই দুই দেশের প্রবাসীদের নির্মিত ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবে প্রিয় তারকার সাথে পছন্দের চলচ্চিত্রটি দেখতে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত অতিথি আসবেন। অনুষ্ঠানের প্রতিটি আয়োজনে কোনো প্রবেশ ফি বা টিকেট নেই। তবে শুধুমাত্র রবিবার (২১ এপ্রিল) বিকেলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির জন্য শনিবার অথবা রবিবার সকালে অনুষ্ঠান স্থলে এসে বিনামূল্যে একটি বিশেষ পাস সংগ্রহ করতে হবে।