সেচের পানি নিয়ে সংঘর্ষে আহত ৩৫, রাবার বুলেটে নিয়ন্ত্রণ!

১৪ এপ্রিল, ২০২৪ | ৫:০৭ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠানের গোষ্ঠীর শহীদ পাঠান কৃষি জমিতে সেচের পানি পাম্প পরিচালনা করে ব্যবসা করেন। জমিতে পানি দেওয়ার পর তিনি টাকা উত্তোলন করেন। কিন্তু সম্প্রতি লইরা গোষ্ঠীর কামাল মিয়ার জমিতে পানি দিলেও তিনি শহীদ পাঠানকে টাকা দেয়নি। এনিয়ে শনিবার দুপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে চার রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে শহীদ পাঠানের পক্ষে আহতরা হলেন- রিপন পাঠান, সুমন পাঠান, আপেল পাঠান, উজ্জ্বল পাঠান, তফাজ্জল পাঠান, আলী পাঠান, আলামিন পাঠান, তাজিরুল পাঠান, আলী পাঠান, আমিন পাঠান ও মাসুদ পাঠানসহ কয়েকজন। অপর দিকে কালাম মিয়া পক্ষে আহতরা হলেন- ইনু মিয়া, কুলসুম বেগম, তমজিদ মিয়া, সরাফত মিয়া, মারফত মিয়া, আহাম্মদ মিয়া ও রুবেল মিয়াসহ কয়েকজন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা স্বপন ভৌমিক বলেন, পরিস্থিতি ভয়াবহ ছিল। চার রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হয়েছে। নাসিরনগর থানা পুলিশের ওসি সোহাগ রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।