চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে হামলার হুমকি

১০ এপ্রিল, ২০২৪ | ৮:০২ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ ইংল্যান্ডে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ও স্পেনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এই দুই ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের সব ম্যাচের প্রথম লেগে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। খবর স্প্যানিশ দৈনিক মার্কার। তাদের দাবি, এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চারটি ম্যাচের আয়োজক দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ আইএসের হুমকির খবরটি পেয়েছে। কিন্তু তিন দেশের সরকারেরই বিশ্বাস, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। এ কারণে তারা কোনো বাড়তি সতর্কতা জারি করছে না। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চ্যাম্পিয়নন্স লীগে হামলার হুমকির বিষয়টি জানায় আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইম। তারা পোস্টারের মতো একটি ছবি প্রকাশ করে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগামীকাল স্পেনের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বরুসিয়া ডর্টমুন্ড আর পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে যাবে বার্সেলোনা।