ডেঙ্গুজ্বর নিয়ে আরও ২২ রোগী হাসপাতালে

২৮ জানুয়ারি, ২০২৪ | ৫:০৫ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দেশে শীত মৌসুমেও থেমে নেই ডেঙ্গুর বিস্তার। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন ভর্তি হয়েছেন। তবে এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয়দিন ডেঙ্গুতে মৃত্যুহীন সময় কাটল। চলতি বছরে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে ৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৯৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪০ এবং ঢাকার বাইরে ৬৪১ জন ভর্তি হন। আর ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঋতু পরিবর্তনজনিত কারণে বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেশি হয়। ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যায়। এবার বর্ষা শেষ হয়েছে কয়েক মাস আগেই। শীতকাল শুরু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। কিন্তু গত বছরের তুলনায় সংক্রমণ বেশি। পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। এখন ১২ মাসই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাচ্ছে।