ডেঙ্গু আক্রান্ত আরও ৭০ রোগী হাসপাতালে, মৃত্যু ১

৩ জানুয়ারি, ২০২৪ | ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দেশে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। এ সময়ে এডিস মশাবাহিত এই রোগ প্রাণ কেড়েছে একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৩২ জন, ঢাকার বাইরে ৩৮ জন রোগী। নতুনদের নিয়ে বছরের প্রথম ৩ দিনে হাসপাতালে ভর্তি হলেন ২১৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৭১ জন, ঢাকার বাইরে দ্বিগুণের বেশি ১৪৪ জন। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন বছরে ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সকাল পর্র্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৫৬১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৫৯ জন ঢাকায় এবং ৩০২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত বছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।