ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯

২৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৬৯৮ জনে দাঁড়াল। সোমবার নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৫৪৯ জনের। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৯ হাজার ৮৩৬ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৩ জন। এছাড়া চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ৭৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের থেকে সোমবার পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭০ জন। অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৫৪৯ জন রোগী। আর চলতি বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৮৪৮ জন।