ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার রাজবাড়ীতে একই কায়দায় প্রাণ গেল আরেক হিন্দু যুবকের। চাঁদাবাজির অভিযোগ তুলে অমৃত মণ্ডল (২৯) নামের ওই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত অমৃত মণ্ডল এলাকায় ‘সম্রাট’ নামেও পরিচিত ছিলেন। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অমৃত মণ্ডলের বিরুদ্ধে স্থানীয় কয়েকজন চাঁদাবাজির অভিযোগ তোলে। এই অভিযোগের ভিত্তিতে উত্তেজিত জনতা তাকে আটক করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হয়। এর আগে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে দেশের ভিন্ন দুই জেলায় হিন্দু সম্প্রদায়ের দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মীরা বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনা বারবার ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
