খুনি-ফ্যাসিস্ট ইউনূস কর্তৃক মেটিক্যুলাস ডিজাইনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্র-জনতাসহ যাদেরকে হত্যা করা হয়েছে

২২ জানুয়ারি, ২০২৬ | ৭:৩৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

১৫–২১ জুলাই, ২০২৪ খ্রিঃ পর্যন্ত; খুনি-ফ্যাসিস্ট ইউনূস কর্তৃক মেটিক্যুলাস ডিজাইনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্র-জনতাসহ যাদেরকে হত্যা করা হয়েছে— তাদের তালিকা : ★ সবুজ আলী ঢাকা কলেজ ছাত্রলীগ (১ম শহীদ) ★ নাজমুল হোসেন ৫১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ★ মোঃ বাবুল ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ ঢাকা মহানগর উত্তর ★ নূর আলম ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ গাজীপুর ★ মোঃ তামিম যুবলীগ পল্লবী, ঢাকা মহানগর উত্তর ★ সুমন ৬২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ★ হামিদুল ইসলাম জুয়েল মোল্লা যুবলীগ, গাজীপুর ★ মোঃ রোমান আওয়ামী লীগ কর্মী, বরিশাল ★ বাকের মিয়া ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ★ সৈয়দ জহিরুল ইসলাম টিপু শিবপুর, নরসিংদী ★ মোঃ কবির ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ★প্রধানমন্ত্রীর মোটরকেড পাইলট পুলিশ অফিসারকে হত্যা — ১ দিন পর লাশ যাত্রাবাড়ি থেকে উদ্ধার শহীদদের রক্ত বৃথা যাবে না