মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
২৩ নভেম্বর, ২০২৫ | ৫:১৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার সমকালকে বলেন, নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত একটায় তিনি বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
