আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কী আছে? – সজীব ওয়াজেদ জয়
আপনি এক দিকে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, আবার অন্য দিকে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে- আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ। সেটা কীভাবে হয়। সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কী আছে? - সজীব ওয়াজেদ জয় বিবিসির সাথে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় বলেন "প্রধানমন্ত্রী ৫ই অগাস্টের আগে একটা জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যার তদন্ত করতে। কারণ হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার হয় নাই, পুলিশের হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সেটারতো স্পষ্ট একটা তদন্ত করতে হবে যে সেটার জন্য কে দায়ী।" আওয়ামী লীগ সরকার জুলাই গন্ডগোলের সময় অনেক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, "৫ই অগাস্টের পর থেকে ১৫ই অগাস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার জন্যতো ইউনূস সরকার ইনডেমনিটি দিয়েছে। আপনি এক হাতে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, আবার হাতে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে- আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ। সেটা কীভাবে হয়। সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কী আছে?"
