সরকারের দুঃশাসনের কারণেই গণতান্ত্রিক বিশ্বের চাপ: মির্জা ফখরুল – U.S. Bangla News




সরকারের দুঃশাসনের কারণেই গণতান্ত্রিক বিশ্বের চাপ: মির্জা ফখরুল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জুন, ২০২৩ | ১০:৪৮
সরকারের দুঃশাসনের কারণেই বাংলাদেশের ওপর গণতান্ত্রিক বিশ্ব নানা চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গড়ার যে আকাংখা, শুধুমাত্র ক্ষমতার জন্য সরকার সবকিছু চুরমার করে দিয়েছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি ও নিষেধাজ্ঞা দেয়-এটা লজ্জ্বার কথা। দুঃশাসন, দুর্বৃত্তায়ন, লুটের কারণে এই আওয়ামী লীগের অবৈধ সরকার দেশকে এমন জায়গায় নিয়ে গেছে, এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্রে ফিরে আসার আর কোনো পথ আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব দেখতে পারছে না। সোমবার বিকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক সেমিনারে তিনি

এসব কথা বলেন। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন একটাই পথ-আবার জনগনকে জাগিয়ে তুলতে হবে। যেভাবে মানুষকে যুদ্ধের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগিয়ে তুলেছিলেন। যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, আজকে শত শত মানুষ গুম হয়ে গেছে, ৪০ লক্ষ মানুষ মিথ্যা মামলায় ভুগছে। সকলের স্বার্থে আমাদেরকে ত্যাগ স্বীকার করে গণতন্ত্র ফেরানোর এই সংগ্রামে জয়ী হতে হবে। ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক এ সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান। চেয়ারপারসনের উপদেষ্টা

ও সেমিনার কমিটির আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, তাহসিনা

রুশদির লুনা, মজিবুর রহমান সারোয়ার, কামরুজ্জামান রতন, শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, আফরোজা আব্বাস, রেহানা আখতার রানু, রুমিন ফারহানা, মীর হেলাল উদ্দিন, আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেলিন, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, সম্মিলিত পেশাজীবী পরিষদের কাদের গনি চৌধুরী, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পু‌লি‌শে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক অবশেষে ঢাকায় নামল স্বস্তির বৃষ্টি সত্য তথ্যের যেকোনো সমালোচনাকে স্বাগত জানাবে সরকার দ্বাদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক, যেসব সিদ্ধান্ত হলো জনগণ ‘লুটেরা দুর্নীতিগ্রস্তদের’ ক্ষমতায় দেখতে চায় না: আমিনুল হক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া দত্তক ছেলের সঙ্গে বিছানায় নারী রাজনীতিক, স্বামীর হাতে ধরা বলিউডের এই অভিনেত্রীরা ভোট দিতে পারবেন না যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলন, বাইডেন কেন চুপ? এবার যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা দিল ইরান ৩ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার জামিন পেয়ে আদালত চত্বরে যা বললেন ড. ইউনূস ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর হামলা জিম্বাবুয়ের সঙ্গে মাঠে নামার আগে শান্ত বললেন ‘সিরিজটা সহজ হবে না’ টিকটক কি বিক্রি হচ্ছে, সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ হামাসের হামলা: নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ ইসরাইলি তদন্ত সংস্থার নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে জরিমানা সস্ত্রীক ওমরাহ করতে গেলেন মির্জা ফখরুল হঠাৎ কেন আরেক বিয়ের সিদ্ধান্ত শাকিবের পরিবারের, জানালেন অপু বিশ্বাস জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী আর নেই