সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর – U.S. Bangla News




সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ মে, ২০২৩ | ৮:২৫
ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে গৌরীপুর উপজেলার বেলতলি এলাকায় এসএসসি পরীক্ষার শেষদিনে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হন। আহত হয় আরও একজন। রোববার পরীক্ষা দিয়ে ফেরার পথে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিরিশিরিগামী যাত্রীবাহি বাস সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু সাঈদের পুত্র জাকির হোসেন শুভ, নেত্রকোণা সদরের বড়কাঠুরি গ্রামের সাইফুল ইসলামের পুত্র শাওন হাসান সুমিত। সে তারাকান্দার সাধুপাড়ায় নানা বাড়িতে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ দুর্ঘটনায় আহত হন অপর পরীক্ষার্থী কামারিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র নাজমুল হক। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

শাকির আহমেদ বাবুল মিয়া। তিনি জানান, নাজমুল হকের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওরা তিন বন্ধু অন্যান বন্ধুদের কৃষিশিক্ষা পরীক্ষা দেখতে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ কেন্দ্রে আসে। ওরা জানতে এসেছিল তাদের ব্যবহারিক পরীক্ষা তারিখ। সেখানে পরীক্ষা শেষে তিনবন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিরিশিরিগামী যাত্রীবাহি বাস (ময়মনসিংহ জ-০৫-০০০৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান জাকির হোসেন শুভ। এ সময় স্থানীয় লোকজন আহত সুমিত ও নাজমুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় সুমিত। নাজমুলের অবস্থাও আশঙ্কাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা

মেডিকেলে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নাজমুল চিকিৎসাধীন রয়েছেন। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার শিকার বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরেই চালক পালিয়ে যায়।। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ৪০ ফিলিস্তিনি নারীকে সুখবর দিল বাংলাদেশ পাহাড়ি তরুণী চীনে পাচার: চক্রের হোতা চাকমা নারীর বিরুদ্ধে মামলা প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে, যে সিদ্ধান্ত নিল বিজিবি-বিএসএফ ৭৫ হাজার বছর আগের নারীর মুখচ্ছবি প্রকাশ বৃষ্টির পর খেলা শুরু নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড পাচ্ছেন নাভালনির স্ত্রী ‘টাকা দিলে চাকরি থাকে, না দিলেই চাকরিচ্যুতি’ বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে জেল থেকে বেরিয়েই যে হুংকার দিলেন মামুনুল হক যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান রাশিয়ার, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, ৩ জনকে বরখাস্ত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না : নিউইয়র্কে বিপ্লব বডুয়া গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে শাস্তি দেবে ইসরাইল রাজ্যপালের বিরুদ্ধে নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, বিজেপি শিবিরে ধাক্কা সংগঠন গোছাতে পারেনি আ.লীগের শরিকরা মন্ত্রী-এমপিদের স্বজনের প্রার্থী হওয়া নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করলেন কাদের ভারতকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কত?