কে এই ভোলে বাবা, যার অনুষ্ঠানে পদদলনে নিহত ১১৬ – U.S. Bangla News




কে এই ভোলে বাবা, যার অনুষ্ঠানে পদদলনে নিহত ১১৬

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ৮:১৫
ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। এছাড়া শিশুও রয়েছে। মঙ্গলবার (২ জুলাই) মর্মান্তিকভাবে প্রাণ হারানো এসব মানুষ গিয়েছিলেন ভোলে বাবা নামক এক কথিত ধর্মগুরুর অনুষ্ঠানে। এই ভোলে বাবা নারায়ণ সরকার হরি নামেও পরিচিত। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায়ই তার ভক্তদের কাছে দাবি করে থাকেন তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তিনি ভক্তদের আরও বলে থাকেন, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার সময়ই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ১৯৯০ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোলে বাবা উত্তরপ্রদেশের ইতাহ বিভাগের বাহাদুর নগরী গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রাথমিক শিক্ষা

গ্রহণ করেন। তিনি দাবি করেন, কলেজের গণ্ডি পেরিয়ে গোয়েন্দা বিভাগে কাজ শুরু করেন। ভোলে বাবার অন্যতম একটি আলাদা দিক হলো তিনি ভারতের অন্যান্য ধর্মগুরুর মতো জাফরান রঙের পোশাক পরেন না। এর বদলে সাদা স্যুট এবং টাই পরেন। এছাড়া তার পছন্দের তালিকায় রয়েছে কুর্তা-পায়জামা। ভক্তদের কাছে কথিত এই ধর্মগুরু বলে থাকেন, তারা তাকে যেসব অর্থ দেয় তার কিছুই নিজের জন্য রাখেন না। এরবদলে ভক্তদের পেছনেই সব অর্থ ব্যয় করেন। নারায়ণ হরি নিজেকে হরির শিষ্য হিসেবে অভিহিত করেন এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে তার বেশ ভালো পরিমাণ ভক্ত রয়েছে। এবিষয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানকার আবহাওয়া প্রচণ্ড গরম ও আদ্র ছিল। এরমধ্যে অস্থায়ী তাঁবু

গেড়ে সেখানে অনুষ্ঠানটি করা হয়েছিল। ওই তাঁবুর ভেতর থাকা মানুষ একটা সময় দমবন্ধকর পরিস্থিতিতে পড়েন। এরপর অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত বের হয়ে গেলে অনেকে পদদলিত হয়ে নিহত হন। আধুনিক ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিকমাধ্যমে অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল থাকে। কিন্তু 'ভোলে বাবা' এসব থেকে দূরে থাকেন। কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তার অনুসারীদের দাবি, একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে তিনি কাজ করেন। ফলে এক বিপুল সংখ্যক মানুষের ওপর তার প্রভাব রয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যাপ্টেন্সি নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হন জুবায়ের ২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বিড়ালের অভিশাপেই কি ব্রাজিলের এই দুরবস্থা বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: শিল্পমন্ত্রী লেবানন ইস্যুতে ইসরাইলকে কড়া বার্তা দিলেন এরদোগান ক্রোক করা হলো বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট কোটাবিরোধী আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী বেনজীরের সেই ৪ ফ্ল্যাট নিয়ে যা ভাবছে দুদক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেল মালিক, আবেদ আলী সম্পর্কে যা জানা গেল শাহবাগে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাবিরোধীদের প্রতিবাদ কোটা ও পেনশনের আন্দোলন যৌক্তিক: জিএম কাদের পিএসসির প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেফতার ১৭ গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ মেসি কলকাতায় এলে ঢাকায় আসতে পারেন দেশের যেসব জায়গায় চলছে ‘বাংলা ব্লকেড’ স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’ সায়েন্সল্যাব মোড়ে ইডেন ছাত্রীরা, দাবি আদায় করে ফিরবেন ঘরে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের