মিয়ানমারের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ – U.S. Bangla News




মিয়ানমারের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ৮:১২
বিদ্রোহী দমনে এবার নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার এমনটাই অভিযোগ করেছে পিডিএফ, কাচিনসহ দেশটির একাধিক বিদ্রোহী গোষ্ঠী। তারা তথ্যানুযায়ী, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রাসায়নিক এসব বস্তু মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অস্ত্র রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানুষের শ্বাসযন্ত্রের ক্ষতি করছে। এমন অভিযোগের পর ঘটনা তদন্তের আহবান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একাধিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। সেগুলোর মধ্যে রয়েছে নেপালম, থার্মাইট বা সাদা ফসফরাস; যা বাতাসের সংস্পর্শে এলে পুড়ে যায়। কারেননি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) ডেপুটি কমান্ডার ফো থাইকে মাউই বলেছেন, ‘রাসায়নিক পদার্থ

মিশ্রিত বোমাগুলো মাঝেমধ্যেই বিভিন্ন লক্ষ্যবস্তু বা ভবনে এসে পড়ে। এসব বোমা যখন পোড়ানোর মতো কিছু পায় না, তখন এরা নিজেরাই পুড়ে ধোঁয়া তৈরি করে। আর এই ধোঁয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস তৈরি করে, যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ মিয়ানমারের ফ্রন্ট লাইনজুড়ে বেসামরিক নাগরিকদের চিকিৎসা দেওয়া অলাভজনক সংস্থা ফ্রি বার্মা রেঞ্জার্স (এফবিআর) জানিয়েছে, জান্তা বাহিনী যে অগ্নিসংযোগকারী অস্ত্র এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে তার প্রমাণ পাওয়া গেছে। জান্তা বাহিনী ছাড়াও রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিল (এসএসি) বিষাক্ত টিয়ার গ্যাস ব্যবহার করছে বলে অভিযোগ করেছে এফবিআর। সাধারণত ‘ভিড় নিয়ন্ত্রণের জন্য’ এই টিয়ার গ্যাস ব্যবহার করে তারা। এটি মানুষের শরীরে প্রবেশের

সঙ্গে সঙ্গেই মানুষ নিস্তেজ হয়ে পড়ে। চলাচল বা কর্মদক্ষতা কমে যায়। এমন অভিযোগের পর আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে কিনা, তা মূল্যায়ন করতে আরও তদন্ত প্রয়োজন বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে এ ধরনের অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে কিনা, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার জান্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যাপ্টেন্সি নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হন জুবায়ের ২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বিড়ালের অভিশাপেই কি ব্রাজিলের এই দুরবস্থা বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: শিল্পমন্ত্রী লেবানন ইস্যুতে ইসরাইলকে কড়া বার্তা দিলেন এরদোগান ক্রোক করা হলো বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট কোটাবিরোধী আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী বেনজীরের সেই ৪ ফ্ল্যাট নিয়ে যা ভাবছে দুদক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেল মালিক, আবেদ আলী সম্পর্কে যা জানা গেল শাহবাগে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাবিরোধীদের প্রতিবাদ কোটা ও পেনশনের আন্দোলন যৌক্তিক: জিএম কাদের পিএসসির প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেফতার ১৭ গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ মেসি কলকাতায় এলে ঢাকায় আসতে পারেন দেশের যেসব জায়গায় চলছে ‘বাংলা ব্লকেড’ স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’ সায়েন্সল্যাব মোড়ে ইডেন ছাত্রীরা, দাবি আদায় করে ফিরবেন ঘরে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের