‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এই বক্তব্য নিজের নয় বলে দাবি পাপনের – U.S. Bangla News




‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এই বক্তব্য নিজের নয় বলে দাবি পাপনের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ৮:০৮
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সংবাদমাধ্যমে ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ বলে বোমা ফাটান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার বিশ্বকাপে আফগানিস্তানের কাছে সেমিতে খেলার সুযোগ হাতছাড়া করার পর, সেই পুরোনো বক্তব্য ঘুরে ফিরে আসছে সামাজিকমাধ্যমে। সমালোচনার মুখে ওই বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন বিসিবি বস। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ধুঁকছে অনেক বছর ধরেই। ২০০৭ থেকে এই সংস্করণের প্রতিটি বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশের সর্বােচ্চ সাফল্য সুপার এইট খেলা। এবার টাইগারদের সামনে সুযোগ ছিল আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল খেলার। কিন্তু সে সুযোগ নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। প্রতিটি আইসিসি কিংবা এসিসির আসর শেষে বৈঠকে বসে থাকে বিসিবি। মঙ্গলবার বোর্ডসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি

প্রধান নাজমুল হাসান পাপন। যেখানে উঠে আসে ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ প্রসঙ্গ। তবে এই বক্তব্যকে বানানো বলে দাবি করেছেন পাপন। পাপনের দাবি, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে...আমি জীবনেও এই কথা বলি নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে।’ ‘যা দিয়ে বানায়, এখন বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলব সত্যি?’ আফগানিস্তানের মতো দল

বিশ্বকাপে বড় প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আর বাংলাদেশের এতো অভিজ্ঞতা থাকার পরও সাফল্য পাচ্ছে না। এই নিয়ে সমালোচনা হচ্ছে দেশজুড়ে। তবে পাপন বলছেন, সামাজিকমাধ্যমে কিছু সমালােচনা সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গেছে। ‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করব না, আবার উত্তরও দেব না কখনো এরকম ছিল না। ঠিক হোক, ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনও কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশাল মিডিয়াতে চলছে।’ ‘পার্সোনাল যে অ্যাটাক, এমন অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম

খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করব না।’ উল্লেখ্য, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ বলে বক্তব্য দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখন তিনি বলেছিলেন, ‘আমরা এখন যা করছি, সেটি এই বিশ্বকাপের জন্য চিন্তা করলে হবে না। আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। এমন কোনো কোচ বা বোর্ড নেই, যারা একটা দলকে রাতারাতি পাল্টে ফেলতে পারবে। এখন চিন্তা করতে হবে লং টার্ম, সেজন্য আমরা টার্গেট করেছি নেক্সট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। যার জন্য আমরা টিম রেডি করছি।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যাপ্টেন্সি নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হন জুবায়ের ২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বিড়ালের অভিশাপেই কি ব্রাজিলের এই দুরবস্থা বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: শিল্পমন্ত্রী লেবানন ইস্যুতে ইসরাইলকে কড়া বার্তা দিলেন এরদোগান ক্রোক করা হলো বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট কোটাবিরোধী আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী বেনজীরের সেই ৪ ফ্ল্যাট নিয়ে যা ভাবছে দুদক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেল মালিক, আবেদ আলী সম্পর্কে যা জানা গেল শাহবাগে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাবিরোধীদের প্রতিবাদ কোটা ও পেনশনের আন্দোলন যৌক্তিক: জিএম কাদের পিএসসির প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেফতার ১৭ গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ মেসি কলকাতায় এলে ঢাকায় আসতে পারেন দেশের যেসব জায়গায় চলছে ‘বাংলা ব্লকেড’ স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’ সায়েন্সল্যাব মোড়ে ইডেন ছাত্রীরা, দাবি আদায় করে ফিরবেন ঘরে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের