এবার অপু বিশ্বাসকে কড়া হুঁশিয়ারি দিলেন বুবলী – U.S. Bangla News




এবার অপু বিশ্বাসকে কড়া হুঁশিয়ারি দিলেন বুবলী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ১১:৫৮
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ক্যারিয়ারের বাইরে বিভিন্ন সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন। তবে ক্যারিয়ারের বাইরে বেশিরভাগেই দুই স্ত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলীর কারণেই আলোচনায় থাকেন এই সুপারস্টার। বিভিন্ন সময় দেখা যায়―শাকিবকে নিয়ে প্রথম স্ত্রী অপু বিশ্বাস কথা বলছেন, আবার কখনো দ্বিতীয় স্ত্রী বুবলী কথা বলছেন। এর মধ্যে প্রায় সময়ই অপু ও বুবলীর একে অপরের নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথা কিংবা নায়ক স্বামীর সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় তাদের। ফলে বছরের অধিকাংশ সময়ই সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে থাকেন এই দুই নায়িকা। তবে এবার অপু বিশ্বাসকে নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন বুবলী। শাকিব খানের নাম সবখানে

মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন―সংবাদমাধ্যমে বুবলীকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করেন অপু বিশ্বাস। এমন বক্তব্যের জবাবে বুবলী বলেন, সব থেকে হাস্যকর হলো, উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন। এর আগে এ অভিনেত্রী জানান, শাকিবকে নিয়ে যিনিই আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তিনি। এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি শাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত। আর যারা শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন, তাদের সঙ্গেই

কাজ করেন বুবলী। তিনি চুরি করেন আর ধরা পড়েন। যা দুর্বল ‘গেমপ্ল্যান’ হিসেবে অ্যাখ্যা দেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে; আর আমিও বরাবরের মতো চুপ থাকব। কখনোই না। কেননা, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকব কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে ‘গেম প্ল্যান’ করে বলেই এই ‘গেম প্ল্যান’ শব্দ তার মুখ থেকে এসেছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ২০‌ সম‌ঝোতা অভিষেক ঋতুরাজ রিংকুর বিধ্বংসী ব্যাটিংয়ে রান পাহাড়ে ভারত বিহারে বজ্রপাতে ১৯ জনের প্রাণহানি বেনজীর ও তার পরিবারের সাড়ে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল চীন বাংলাদেশের কাছে কী চায়? ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪ হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চঞ্চল চৌধুরী যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল পশ্চিমে সম্পর্কোন্নয়ন, যা বললেন ইরানের সরকারপন্থি প্রেসিডেন্ট দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী যেভাবে ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্টারমারের জুনে সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা