ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, যা বললেন পাক আইনমন্ত্রী – U.S. Bangla News




ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, যা বললেন পাক আইনমন্ত্রী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ৫:১১
জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধিবহির্ভূতভাবে গ্রেফতার করা হয়েছে। তার এই গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন তারা। এরপর বিষয়টি নিয়ে কথা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। এবার এ বিষয়ে মুখ খুলল পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বিষয়টিকে অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন। খবর জিওটিভির। গত বছর যে মামলায় ইমরান খানকে সাজা দেওয়া হয়েছিল, সেই মামলাটি পর্যালোচনা করেই তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জেনেভা-ভিত্তিক ওই মানবাধিকার সংগঠনটি। এদিকে জাতিসংঘের মানবাধিকার গ্রুপের বিবৃতিতে সাধুবাদ জানিয়েছেন বর্তমানে পাকিস্তানের সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকা ইমরান খানের সমর্থিত এমপিরা। জাতিসংঘের ওয়ার্কিং

গ্রুপটি চলতি বছরের ২৫ মার্চ এই মতামত প্রকাশ করে। তবে এটি জনসমক্ষে আসে গতকাল সোমবার। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ তাদের মতামতে বলেছে, ‘ইমরান খানকে আটকের কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল বলে (ওয়ার্কিং গ্রুপ) সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং, শুরু থেকেই সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং কথিত একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটি করা হয়েছে।’ পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়। তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি

মূলত তার এবং তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির বিরুদ্ধে ‘অনেক বৃহত্তর দমন অভিযানের’ অংশ। এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছিল এবং তাদের নির্বাচনি সমাবেশগুলোকেও বাধাগ্রস্ত করা হয়েছিল। এছাড়া ‘নির্বাচনের দিনে ব্যাপক জালিয়াতি ও (কারচুপির মাধ্যমে) কয়েক ডজন সংসদীয় আসন চুরি’ করা হয়েছিল বলেও অভিযোগ করেছে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যাপ্টেন্সি নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হন জুবায়ের ২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বিড়ালের অভিশাপেই কি ব্রাজিলের এই দুরবস্থা বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: শিল্পমন্ত্রী লেবানন ইস্যুতে ইসরাইলকে কড়া বার্তা দিলেন এরদোগান ক্রোক করা হলো বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট কোটাবিরোধী আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী বেনজীরের সেই ৪ ফ্ল্যাট নিয়ে যা ভাবছে দুদক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেল মালিক, আবেদ আলী সম্পর্কে যা জানা গেল শাহবাগে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাবিরোধীদের প্রতিবাদ কোটা ও পেনশনের আন্দোলন যৌক্তিক: জিএম কাদের পিএসসির প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেফতার ১৭ গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ মেসি কলকাতায় এলে ঢাকায় আসতে পারেন দেশের যেসব জায়গায় চলছে ‘বাংলা ব্লকেড’ স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’ সায়েন্সল্যাব মোড়ে ইডেন ছাত্রীরা, দাবি আদায় করে ফিরবেন ঘরে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের