সূর্যকুমারের ক্যাচ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন শন পোলক – U.S. Bangla News




সূর্যকুমারের ক্যাচ বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন শন পোলক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২ জুলাই, ২০২৪ | ৬:১২
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য শেষ ৬ বলে ১৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটাকে উড়িয়ে মারেন ডেভিড মিলার, যা লং অফ বাউন্ডারি সীমানার কাছে দারুণভাবে লুফে নেন সূর্যকুমার। এতে স্বপ্ন ভেঙে যায় প্রোটিয়াদের। কিন্তু সেই ক্যাচ নিয়ে বিতর্ক ডালপালা মেলেছে। ডেভিড মিলার কী আসলে ছক্কা মেরেছেন, নাকি আউট হয়েছেন-তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে বিস্তর আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে, আমি এটা এখনও দেখিনি। দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুতই হয়েছে। অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিল যে এটা আউট এবং এই কারণেই রিপ্লে দ্রুত দেখেছে।’ সূর্যকুমারের সেই ক্যাচটি নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন

পোলক। ফাইনালে ধারাভাষ্যে থাকা পোলক এক প্রতিক্রিয়ায় বলেন, না, ক্যাচটা একদম ঠিক ছিল। বাউন্ডারি কুশনটা সরে গিয়েছিল। তবে সেটা ম্যাচের মধ্যেই হয়েছে। সেটার সঙ্গে সূর্যকুমারের কোনো সম্পর্ক নেই। ওর কিছু করার ছিল না। ও কুশনের ওপর দাঁড়ায়নি। অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছে। ক্যাচটি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন সূর্যকুমারও। তিনি বলছিলেন, এখন বলাটা সহজ। কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল, ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে। এ ধরনের সময়ে যেটা হয় যে বল যাতে ছয় না হয়, সেই চেষ্টা করা। আমার যতটুকু সাধ্যে ছিল, আমি চেষ্টা করেছি। তিনি আরও বলেন, বাতাস আমার কাজ কিছুটা সহজ করে দিয়েছে। আর অনুশীলনে এ ধরনের ক্যাচ নিয়ে ফিল্ডিং কোচের

সঙ্গে আমরা প্রচুর কাজও করেছি। ম্যাচের দরকারি সময়টায় মাথা ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেনজীর ও তার পরিবারের সাড়ে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল চীন বাংলাদেশের কাছে কী চায়? ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪ হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চঞ্চল চৌধুরী যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল পশ্চিমে সম্পর্কোন্নয়ন, যা বললেন ইরানের সরকারপন্থি প্রেসিডেন্ট দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী যেভাবে ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্টারমারের জুনে সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি তলবের আগেই আট কোটি উত্তোলন সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতে