রাজধানীতে সোফার ভেতরে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল – U.S. Bangla News




রাজধানীতে সোফার ভেতরে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ৯:৪৩
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আল আমিন নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার আনুমানিক রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-১, উত্তরার একটি দল ঢাকা বিমানবন্দর গোলচত্বর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আল আমিন (৩৬) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মো. আব্দুস সাত্তারের ছেলে। সোমবার র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলে একটি বড় চালান সোফা সেটের মাধ্যমে দিনাজপুর হয়ে ঢাকা এয়ারপোর্ট এলাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল বিমানবন্দর গোলচত্বর

এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি মো. আল আমিনকে (৩৬) আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন ও ১টি সিমকার্ড ও ৪টি সোফা সেট উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের নানা প্রান্তে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তারা কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহণ করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদককারবারিদের কাছে সরবরাহ করেছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানায় র‌্যাব।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেনজীর ও তার পরিবারের সাড়ে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল চীন বাংলাদেশের কাছে কী চায়? ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪ হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চঞ্চল চৌধুরী যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল পশ্চিমে সম্পর্কোন্নয়ন, যা বললেন ইরানের সরকারপন্থি প্রেসিডেন্ট দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী যেভাবে ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্টারমারের জুনে সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি তলবের আগেই আট কোটি উত্তোলন সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতে