খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া – U.S. Bangla News




খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ১০:২৪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ইন্দুরকানীতে সদর ইন্দুরকানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মদ, সদস্য সচিব মো. আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তান হাফিজ, মো. ফারুক হোসাইন, মো. ইব্রাহিম। লক্ষ্মীপুরে জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ব্যানারে দোয়া ও আলোচনা সভা হয়েছে। এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান

লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ফোরামের সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক হারুন পাটওয়ারী, কাতার শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুর রহমান, সহসভাপতি ফখর উদ্দিন উপস্থিত ছিলেন। কচুয়ায় বিতারা ইউনিয়ন প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মাঝিগাছা গ্রামের অধিবাসী মো. শামিম মিয়াজী, সজিব মিয়াজী ও শাহিন পাটওয়ারীর সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারীতে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল। প্রধান বক্তা ছিলেন কৃষকদলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক। কৃষকদলের জেলা শাখার আহ্বায়ক মগনি মাসুদুল

আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর হোসেন, সম্পাদক জহুরুল আলম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান। কোম্পানীগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজত্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। কাতারস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি মানিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল কোম্পানি, সাবেক সংগঠনিক সম্পাদক এএম টুটুল পাটওয়ারী, উপজেলা

যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তীর্ণদের বেশিরভাগই শীর্ষ কর্তাদের স্বজন! কে এই ভোলে বাবা, যার অনুষ্ঠানে পদদলনে নিহত ১১৬ মিয়ানমারের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ জেলে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ ইমরান খানের নেতৃত্বে যোগ্যদের খোঁজে বিএনপি হাইকমান্ড ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এই বক্তব্য নিজের নয় বলে দাবি পাপনের ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’ সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই সিলেট নেত্রকোনা শেরপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত ইউক্রেনকে আরও ২.৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র আইএমএফ’র শর্ত পূরণ সরকারি রেশনে চাল গমের মূল্য বাড়ল সরকারের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষকদের ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, যা বললেন পাক আইনমন্ত্রী দেশে পরবর্তী তাপদাহ কবে, জানাল এসডো কোয়ার্টারে উরুগুয়েকে এড়াতে ব্রাজিলকে যা করতে হবে বাবুল হত্যা: পৌর মেয়র আক্কাসের সম্পৃক্ততা তদন্তে স্থানীয় সরকার বিভাগ সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই তাসকিনের না খেলার পেছনে ‘অন্য কারণ’ থাকতে পারে, বলছেন সাকিব স্বামীর পাশে শক্ত অবস্থানে জিল বাইডেন কথায় নয়, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন জরুরি