বিশ্বকাপ তো ‘ভারতের টুর্নামেন্ট’ বিস্ফোরক দাবি সাবেক ইংলিশ তারকার – U.S. Bangla News




বিশ্বকাপ তো ‘ভারতের টুর্নামেন্ট’ বিস্ফোরক দাবি সাবেক ইংলিশ তারকার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ৫:০২
আইসিসি আসরে বাড়তি সুবিধা পায় ভারত- এমন অভিযোগ বহুদিনের। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে অনেকবার। আবার কখনো নিজেদের পছন্দসই ভেন্যুতে খেলার সুযোগ পায় ভারত। তবে এ সমালোচনা বেশিরভাগই দেখা যায় সমর্থকদের দিক থেকে। তবে এবার সাধারণ কেউ নয়, খোদ এই অভিযোগে সুর মিলিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যে ভেন্যুতে সেমিফাইনাল খেলেছে তা নির্ধারিত ছিল শুরু থেকেই। অর্থ্যাৎ, ভারত সেমিতে উঠলে গায়ানাতেই ম্যাচ খেলবে। এমন সুবিধা আইসিসি অন্য কোনো দেশের জন্য করেনি। দ্বিপাক্ষিক সিরিজে আয়োজক দেশ বাড়তি সুবিধা পায়। কিন্তু বৈশ্বিক আসরে আইসিসি নিরপেক্ষতা বজায় রাখতে পারছে

না বলে অভিযোগ ভনের। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন বলেন, ‘এটা ভারতের টুর্নামেন্ট। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ভারত টুর্নামেন্ট শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওদের সব ম্যাচ সকালে যাতে হয় মানে ভারতে যাতে রাতে খেলা দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আইসিসির উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।’ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সুবিধার জন্যই সূচি তৈরি করা হয়েছে বলে

সাফ মন্তব্য ভনের। আর এই বিষয় উপলব্ধি করা পানির মতো সহজ বলছেন তিনি। বিশ্বকাপে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আইসিসিকে তাগিদ ভনের। ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ। বিশ্বকাপে এটা হতে পারে না। এটা সবার জন্য সমান হতে হবে।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তীর্ণদের বেশিরভাগই শীর্ষ কর্তাদের স্বজন! কে এই ভোলে বাবা, যার অনুষ্ঠানে পদদলনে নিহত ১১৬ মিয়ানমারের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ জেলে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ ইমরান খানের নেতৃত্বে যোগ্যদের খোঁজে বিএনপি হাইকমান্ড ‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ এই বক্তব্য নিজের নয় বলে দাবি পাপনের ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’ সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই সিলেট নেত্রকোনা শেরপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত ইউক্রেনকে আরও ২.৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র আইএমএফ’র শর্ত পূরণ সরকারি রেশনে চাল গমের মূল্য বাড়ল সরকারের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলন চালানোর ঘোষণা শিক্ষকদের ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, যা বললেন পাক আইনমন্ত্রী দেশে পরবর্তী তাপদাহ কবে, জানাল এসডো কোয়ার্টারে উরুগুয়েকে এড়াতে ব্রাজিলকে যা করতে হবে বাবুল হত্যা: পৌর মেয়র আক্কাসের সম্পৃক্ততা তদন্তে স্থানীয় সরকার বিভাগ সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই তাসকিনের না খেলার পেছনে ‘অন্য কারণ’ থাকতে পারে, বলছেন সাকিব স্বামীর পাশে শক্ত অবস্থানে জিল বাইডেন কথায় নয়, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন জরুরি