‘ফাইনালের জন্য সব রান জমিয়ে রেখেছেন কোহলি’ – U.S. Bangla News




‘ফাইনালের জন্য সব রান জমিয়ে রেখেছেন কোহলি’

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:০১
গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ মাতিয়েছিলেন বিরাট কোহলি। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট যেন মৌনব্রত পালন করছে। তার ওপেনিং সঙ্গী রোহিত শর্মা স্বচ্ছন্দে ব্যাট করলেও কোহলি যেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটে মানিয়েই নিতে পারেননি। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আশা করছেন, ফাইনালেই আসল কোহলিকে দেখা যাবে। সব রান ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন তিনি। ইংল্যান্ড ম্যাচের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে রোহিত বলেন, ‘বিরাট কোয়ালিটি ক্রিকেটার। যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেই বাজে সময় আসতে পারে। তবে সে কোন মানের খেলোয়াড় সেটা আমরা জানি। আপনি যখন ১৫ বছর ধরে খেলছেন, ফর্ম তখন কোনো সমস্যা নয়। হয়ত সে ফাইনালের

জন্য (রান) জমিয়ে রাখছে।’ আগামী শনিবার (২৯ জুন) ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত। সে ম্যাচে কোহলির সেরাটাই পেতে চাইবে দল। কেন বুমরার সঙ্গে হাত মেলাতে রাজি হননি আম্পায়ার? চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ইনিংসে ব্যাট করে মোটে ৭৫ রান করেছেন কোহলি। এর মধ্যে পাঁচ ম্যাচে দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। গ্রুপ পর্বের ৩ ম্যাচে স্রেফ পাঁচ রান করতে সক্ষম হন কোহলি। তবে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ২৪ ও বাংলাদেশের সঙ্গে ৩৭ রান করে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সুপার এইটের শেষ ম্যাচে ফের ছন্দপতন! অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও ৯ রানের বেশি করতে পারেননি। সবমিলিয়ে ব্যাট

হাতে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়েই আছেন কোহলি। তবে সতীর্থ এবং বোদ্ধাদের কাছ থেকে এই দুঃসময়ে সমর্থন পাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটের দিকেই তাকিয়ে ভারত সমর্থকরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৯৪০ সেনা নিহত এমপি আনার হত্যা: চিকিৎসা ভিসায় ভারত যায় মোস্তাফিজ ও ফয়সাল এইচএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা, সন্দেহের তীর বন্ধুদের দিকে এবার অপু বিশ্বাসকে কড়া হুঁশিয়ারি দিলেন বুবলী নবাবগঞ্জ বাজার সড়কে ড্রেনের নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগ চরমে ৫ লাখ টাকা নিয়ে আত্মগোপনে সাকিব ও সাদিয়া রূপগঞ্জে জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও, ৩ বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় শাবনূরের সব সুখের উৎস কি জানেন? মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপির স্ত্রী দুর্নীতি করেননি! তবু কেন ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা প্রথমবার রোবটের ‘আত্মহত্যা’, কারণ জানলে অবাক হবেন মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো গান গায় শিল্পী, তলে তলে ব্যথা: ওবায়দুল কাদেরের উদ্দেশে ফারুক ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে বুধবার আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ স্বর্ণ বিক্রির সময় দাম কেটে রাখা হয় কেন? অবশেষে জানা গেল দেশের প্রকৃত রিজার্ভ কত এলপি গ্যাসের দাম আরও বাড়ল যুক্তরাষ্ট্র- ইসরাইল-যুক্তরাজ্যের ৪ জাহাজে একদিনে হামলা হুথিদের