সেন্টমার্টিন ইস্যু নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব – U.S. Bangla News




সেন্টমার্টিন ইস্যু নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ জুন, ২০২৪ | ৫:০৬
‘সেন্টমার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে, কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার। সীমান্তে হত্যা করলে, পানি না দিলেও সরকার কথা বলে না।’ যদিও আজ (শনিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেন্টমার্টিন ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আক্রান্ত হলে

সেই আক্রমণের জবাব দেব। আমরা প্রস্তুত। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দ্বীপে যেতে পারছি না। গেলে অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু তো করা হয়নি। উল্টো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে কিছু বলব। একপর্যায়ে ফখরুল বেনজীর, আজিজ ও আনারের প্রসঙ্গ তুলেন। তিনি বলেন, বেনজীর-আজিজ ও আনারের ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে।ভাইদের পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজের বিচার দাবি করেন তিনি। ফখরুল আরও বলেন, ‘সাবেক পুলিশপ্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছেন। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে।’ এবার ডান-বাম

সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে সরকার পতনের আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের কৃচ্ছ্রসাধন কর্মসূচি মতিউরের পর এবার বেরিয়ে আসছে মেয়ে ইপ্সিতার থলের বিড়াল সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম, রাস্তায় দীর্ঘ লাইন ভারতকে শিরোপা জেতাতে কারসাজি, আইসিসির দিকে আঙুল! দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করল চীনের কমিউনিস্ট পার্টি চাঁপাইয়ে আ.লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা ইংল্যান্ডকে হারানোর মন্ত্র জানালেন রোহিত মতিউর কন্যার শতকোটি টাকার সম্পদ দেশে নারীর ক্ষমতায়নে সফল শেখ হাসিনা: বাহাউদ্দিন নাছিম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস নয়াপল্টনে বিএনপির সমাবেশ ব্যাপক প্রস্তুতি বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে: রিজভী সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দাবি তরুণদের ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩ মালয়েশিয়ায় ‘মুজিব’ বায়োপিক প্রদর্শনী, ‘বেস্ট অ্যাকটিভিটিস অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ দোহারে ৫৭% মানুষ নির্ভরশীল দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্সের চাপ দিচ্ছেন মতিউর লোকসভায় গান্ধী-ত্রিফলা