আবারও এক হচ্ছেন তাহসান মিথিলা – U.S. Bangla News




আবারও এক হচ্ছেন তাহসান মিথিলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ | ১০:০৭
নিজেদের কাজের জন্য জনপ্রিয় তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা দুই তারকাই। একসময়ের জনপ্রিয় তারকা জুটিও ছিলেন তারা। দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা। তারপর কেটে গেছে ১১ বছর। একসঙ্গে জুটি বেধে অভিনয়ও করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন। মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তারা। তবে বিয়ের ১১ বছর পর ভক্তদের মন ভেঙ্গে যায়। কারণ, ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। তারপর দুজন

দুদিকে। ২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন তার গান এবং অভিনয় নিয়ে। অবশ্য তাহসান এবং মিথিলা একমাত্র মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনো অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত। তবে এর পর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার তাহসান এবং মিথিলা তাদের ভক্তদের জন্য দিলেন নতুন সুখবর। ফের এক হতে যাচ্ছেন এই দুই তারকা। আবারো তাদের একসঙ্গে দেখা যাবে। একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজটির নাম ‘বাজি’। এটি নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’

খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এসব নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। সময়মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক আগে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। জানা গেছে, সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সবার জন্য বার্তা’ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে বিজয়ী যারা জীবনে অনেক প্রেম করেছি, একটাও টেকেনি: শরিফুল রাজ এমপি আনারের খোঁজে দুই বিষয় মাথায় নিয়ে এগোচ্ছেন গোয়েন্দারা কে হবেন খামেনির উত্তরাধিকারী? যে কারণে ১ যুগের ট্রেন ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর সহায়তা চেয়েছিল ইরান: যুক্তরাষ্ট্র টিপু-প্রীতি হত্যা মামলা বিচারক ছুটিতে, প্রথম দিন সাক্ষ্য হয়নি রংপুরে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএম কাদের সুযোগ সন্ধানী কিছু লোকের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী জিয়াউর রহমান বাংলা খুব ভালো বুঝতেন না: মির্জা ফখরুল হাওড় অঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের সুপারিশ ‘জল্লাদের’ কবলে পড়ে আজ মরতে বসেছিলাম: গোলাম মাওলা রনি নিয়মিত মেডিটিশন ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে: রিজভী ফের বিয়ে নিয়ে যা বললেন অভিনেত্রী মোনালিসা আবারো বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ গোপনকক্ষে ব্যালটে সিল, পোলিং এজেন্টকে কারাদণ্ড