তামিম কি ফিরছেন, তাকে ঘিরে ভাবনা জানালেন অধিনায়ক শান্ত – U.S. Bangla News




তামিম কি ফিরছেন, তাকে ঘিরে ভাবনা জানালেন অধিনায়ক শান্ত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ | ৫:১৯
অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের অলিগলিতে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে— ‘তামিম ফিরবেন, নাকি ফিরবেন না?’ বোর্ডকর্তাদের যে কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই ঘুরেফিরে আসছে এই প্রশ্নটি। মঙ্গলবার প্রাইম ব্যাংক আর আবাহনীর ম্যাচশেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলাপচারিতা হয়েছে তামিমের। এর পর পুরো বিষয়টির অগ্রগতি নিয়ে প্রশ্নটা না উঠেই পারে না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত পেলেন প্রশ্নটি। দিলেন তার জবাবও। কী নিয়ে কথা হয়েছে, জানতে চাইলে শান্ত জানান, মোটাদাগে তামিম সময় চেয়েছেন তার কাছে। বলেছেন, ‘ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এ মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে

বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন।’ তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগে। সামনে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শান্ত জানালেন, ফিট থাকলে যে কোনো ফরম্যাটে তামিমকে পেতে চান তিনি। তার ভাষ্য, ‘আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যে কোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তার পর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসাবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা

করেছি। তিনি বলেন, এ মুহূর্তে এ ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটলও আছে। আর বেশ কয়েক দিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এ মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ পুলিশের কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই ট্রাফিক পুলিশের ৫ পরিকল্পনায় কমেছে মোহাম্মপুরের যানজট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বগুড়ার কোল্ড স্টোরে পাঁচ লাখ ডিম মজুদ! আদালতে নিপুণের রিট, কড়া বার্তা মিশার দেশে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন পাইলট আসিমের মা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই অর্থনীতিবিদদের আজ্ঞাবহ হিসাবে দেখতে চান রাজনীতিবিদেরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা রাজধানীতে বন্ধ হয়নি ব্যাটারিচালিত রিকশা, উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প দুবাইয়ে বাড়ি-ফ্ল্যাটের মালিক ৫৩২ বাংলাদেশি এমওইউ সই চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করবে আবুধাবি গ্রুপ ছাগলনাইয়ার সোহেলের চেয়ারম্যান পদ অবৈধ, বেতন-ভাতা ফেরতের নির্দেশ ঝড় আসছে, বজ্রবৃষ্টির আভাস জলবায়ু অভিযোজনে বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার প্রয়োজন: অর্থ প্রতিমন্ত্রী