পাঁচ মাসের শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা – U.S. Bangla News




পাঁচ মাসের শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ | ৫:০৮
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই যুবকের মাঝে কথা কাটাকাটির জের ধরে একটি মুদি দোকান ও চারটি ঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ৫ বছরের শিশু মোহাম্মদ মাহিরকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ শাহীপুর গ্রামের নলা খাইয়্যার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তৈয়ব সওদাগর জানান, আরিফ ও আসিফের সঙ্গে রাত পৌনে ৯টার দিকে খাদ্যগুদাম এলাকায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তিনি উভয়কে শান্ত করেন। ওই ঘটনার জের ধরে হামলা চালিয়ে জারিয়া বেগম

নামের নারী উদ্যোক্তার একটি মুদি দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। এরপর তাদের বাড়িতে হামলা চালিয়ে চারটি ঘরের বেড়া ও দরজা রাম দা দিয়ে কেটে ফেলা হয়। এ সময় ৫ বছরের শিশু মোহাম্মদ মাহিরকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। নারী উদ্যোক্তা জারিয়া বেগম, স্থানীয় বাসিন্দা সুফিয়া খাতুন ও লায়লা বেগম জানান, রাস্তায় দুই কিশোরের বিবাদকে কেন্দ্র করে শাহ নুর ও শাকিবের নেতৃত্বে কয়েক ডজন যুবক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি দোকানের সব মালামাল লুটপাট করা হয় এবং ভেঙে দেওয়া হয় ফ্রিজ। এরপর তারা বশির, লায়লা বেগম, ফয়সল ও মোহাম্মদ শফিসহ চারটি ঘরে হামলা চালিয়ে এসব ঘর ভাঙচুর

করা হয়। খবর পেয়ে কর্ণফুলী থানাধীন শাহমীরপুর ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শাহমীলপুর ফাঁড়ির এসআই মোহাম্মদ নোমান জানান, রাস্তায় বাকবিতণ্ডা ও হাতাহাতির জের ধরে দোকান ও বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় যাওয়ার জন্য খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারের বিষয়ে শিগগিরই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল পানির প্রতিটি ফোঁটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে: কৃষিমন্ত্রী জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ কল্যাণময় সমাজ গঠনই ছিল গৌতম বুদ্ধের অনন্য প্রচেষ্টা: জিএম কাদের ‘টাকা হাতে দিয়ে বলে তোমরাও ভোট চাও’ বাকশাল কায়েমের পথে অনেক দূর এগিয়েছে সরকার: মির্জা ফখরুল কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ অন্যদের লাশ উদ্ধার: ইরানী রেডক্রিসেন্ট নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ধ্বংসে হাইকোর্ট নির্দেশ দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৫ জুন মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করলো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস