‘ফিতা কাটা’ নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস – U.S. Bangla News




‘ফিতা কাটা’ নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ | ৫:৫০
ঢালিউড কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিতা কেটে থাকেন। এতে অনেক আলোচনা সমালোচনার মধ্যে পড়েন এই নায়িকা। তবে ঈদুল ফিতর পরবর্তী এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কেন অপুকে ‘ফিতা কাটা নায়িকা’ বলা হয়? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, যাদেরকে এই বিষয়ে জবাব দেব তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতাই নেই। তারপরও বলছি- একজন অভিনেতা-অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাসের ক্যারিয়ারের খুব অল্প দিনের নয়। অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি- তা কিন্তু নয়। অনেক উত্থান-পতন পেরিয়ে আমি

কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, আমি বলব- তারা না বুঝেই এসব করছে। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা (ফিতা কাটা) তো কাজ। এটা না করার কিছু নেই’। অপু আরও বলেন, আমাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রচারণার জন্য। আমি গেলে তাদের প্রচারণাটা বেশি হয়। ফলে মানুষের চোখে পড়ে। অন্যরা তো এমন কাজের সুযোগ পান না। অন্যদের নিলে তো এমন প্রচারণা হয় না। তাদেরকে তো কেউ চায় না। ফলে এসব মানুষ আমাকে নিয়ে এমন নেগেটিভ মন্তব্য করে। শুধু তা-ই নয়, আমাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়। যাহোক এসব কথায় আমি কান দিতে চাই না। এসব

কথা নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আমার কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছোট কর্মকর্তার বড় দুর্নীতি, স্ত্রীর ব্যাংক হিসাবে ১২৬ কোটি টাকা লেনদেন রাইসির মৃত্যুর তদন্ত শুরু রাইসির জানাজায় লাখো জনতার ঢল নির্মাণকাজে অর্থ সাশ্রয়ের সুপারিশ উপস্থিতি মোটামুটি সন্তোষজনক: ওবায়দুল কাদের আদালতে হেরে গেলেন ব্যারিস্টার সুমন তামাক আইনের ৬টি ধারা সংশোধনের সুপারিশ ইসি সচিব জাহাংগীর আলমকে বদলি ডিএ তায়েবের বিরুদ্ধেও মামলা করবেন নিপুণ ঘর পাচ্ছেন ২০ হাজার ভূমিহীন লোকসান এড়াতে টেলিটককে বাংলালিংকের সঙ্গে অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের সুপারিশ ‘সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সবার জন্য বার্তা’ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে বিজয়ী যারা জীবনে অনেক প্রেম করেছি, একটাও টেকেনি: শরিফুল রাজ এমপি আনারের খোঁজে দুই বিষয় মাথায় নিয়ে এগোচ্ছেন গোয়েন্দারা কে হবেন খামেনির উত্তরাধিকারী? যে কারণে ১ যুগের ট্রেন ভাড়া পরিশোধ করলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর সহায়তা চেয়েছিল ইরান: যুক্তরাষ্ট্র টিপু-প্রীতি হত্যা মামলা বিচারক ছুটিতে, প্রথম দিন সাক্ষ্য হয়নি রংপুরে বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএম কাদের