তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা : শুভ – U.S. Bangla News




তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা : শুভ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ | ৯:৩৬
ফিল্ম ক্যারিয়ার দুর্দান্ত ভালো কাটলেও ব্যক্তিজীবনের সময় খুব একটা ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা আরিফিন শুভ। মাস তিনেক হলো মা হারিয়েছেন এই তারকা। সেই শোক কাটিয়ে উঠার আগেই এলো ধর্মীয় উৎসব ও আনন্দ উদযাপনের মুহূর্ত ঈদুল ফিতর। গত বছরও মায়ের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা আরিফিন শুভ। কিন্তু ভাগ্যের কী নির্মমতা, এবার ঈদে সেই মায়ের অভাব তাড়িয়ে বেড়াচ্ছে নায়ককে। এ জন্যই মায়ের স্মৃতি ধরে রাখার জন্য ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। আর গলায় পরেছেন মায়ের চেইন। বৃহস্পতিবার ফেসবুকে ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেছেন আরিফিন শুভ। সেখানেই এক পোস্টে এসব জানিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যখন অনেক কিছু

বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিনমাস।’ তিনি আরও লিখেছেন ‘এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।’ তিনি লিখেছেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পড়েছি এবারের ঈদের মা। আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮/৯ বছর খেয়াল করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম। কিন্তু আমাদের

ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না।’ সবশেষ আরিফিন শুভ লিখেছেন, ‘তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সব মাকে ঈদ মোবারক।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ অন্যদের লাশ উদ্ধার: ইরানী রেডক্রিসেন্ট নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ধ্বংসে হাইকোর্ট নির্দেশ দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৫ জুন মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রীবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করলো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশ মন্ত্রী প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট আজ দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পতনের তাণ্ডবে রক্তাক্ত শেয়ারবাজার সচিবদের জন্য বাবুর্চি ও প্রহরী বাবদ ৩২ হাজার টাকার নতুন সুবিধা ঋণের সুদহার ও ডলারের দাম বৃদ্ধি, হিসাব মিলছে না উদ্যোক্তাদের বন্ধু গোপালকে শেষ কী বার্তা পাঠিয়েছিলেন নিখোঁজ এমপি আনার আগের বকেয়া ৬২ হাজার কোটি টাকা সরকারের বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা রপ্তানির ডলার যেদিন দেশে আসবে সেদিনের দাম পাবেন উদ্যোক্তারা