শেষ শুক্রবারে আজ মিলনমেলা – U.S. Bangla News




শেষ শুক্রবারে আজ মিলনমেলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১৮
অমর একুশে বইমেলার শেষ শুক্রবার আজ। বইমেলার জনারণ্যে আজ হবে পাঠক, লেখক, প্রকাশকের মিলনমেলা। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্র্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্র্যন্ত থাকবে শিশুপ্রহর। প্রকাশকরা বলছেন, মেলায় পড়ার মতো মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসতে হবে। মোবাইল বা অন্যান্য গেজেটের পরিবর্তে হাতে তুলে দিতে হবে বই। ভালো বইয়ের সঙ্গে সখ্য হলে বিপথে যাওয়ার আশঙ্কা কমে যাবে। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, সাহিত্যচর্চা বা লেখালেখি একটি চলমান প্রক্রিয়া। প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে সম্মিলন ঘটিয়ে এগিয়ে যাবে। বইমেলায় মানসম্পন্ন অনেক বই আছে। পাঠকদের সেগুলো খুঁজে বের করে সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার

বৃষ্টিস্নাত বইমেলায় ছিল আরামদায়ক পরিবেশ। ধুলা ছিল না মোটেই। পাঠকরা ঘুরে ঘুরে দেখেশুনে বই কিনেছেন। বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আসাদ চৌধুরী এবং স্মরণ : জাহিদুল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মাহমুদা আকতার এবং কামরুল হাসান। আলোচনা করেন দিলারা হাফিজ, বায়তুল্লাহ কাদেরী ও মনি হায়দার। সভাপতিত্ব করেন ড. মুহম্মদ সামাদ। তিনি বলেন, কবি আসাদ চৌধুরী ও জাহিদুল হক তাদের কবিতার মধ্য দিয়ে মানুষের প্রতি, দেশের প্রতি, ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তাই তাদের কবিতা গণমানুষের ভাষ্য হয়ে উঠেছে। এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিহাব সরকার, শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী, গবেষক হোসনে

আরা ও কথাসাহিত্যিক মিলটন রহমান। বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চে বিকালে দ্রাবিড় সৈকত রচিত ‘বাংলার চিত্রকলা : ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিনতার মর্মভেদ’ এবং ‘ফ্রয়েডিয় লিবিডো-তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ : সমীক্ষণ ও তুলনামূলক বিচার’ শীর্ষক দুটি বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নূহ-উল-আলম লেনিন, হাসান হাফিজ, সৌরভ সিকদার, ওবায়েদ আকাশ, মেঘ অদিতি, রুহুল মাহবুব ও বাবুল আনোয়ার। আবৃত্তি করেন হাসিব বিল্লাহ, মাসুম আজিজুল বাসার, জিএম মোর্শেদ, নাঈমা হোসেন ও অনন্যা রানী সাহা। এছাড়া ছিল মিলন কান্তি দের রচনায় ও নির্দেশনায় ‘দেশ অপেরা’র পরিবেশনায় যাত্রাপালা ‘বঙ্গমাতা’। এদিন নতুন বই এসেছে ৭৮টি। কথাপ্রকাশ এনেছে ভূঁইয়া ইকবাল সম্পাদিত ‘আবদুল করিম সাহিত্যবিশারদের

নির্বাচিত রচনা’, অন্যপ্রকাশ থেকে ইমদাদুল হক মিলনের ‘কেমন ছিলেন হুমায়ূন আহমেদ’, কথাপ্রকাশ থেকে রামেন্দু মজুমদারের ‘আমাদের দায় আমাদের প্রত্যাশা’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আবু জাফর খানের ‘গোধূলিকমল’, বেঙ্গল পাবলিকেশন্স থেকে এসেছে কবি ও গীতিকার আজাদ হোসেনের কবিতার বই ‘দ্বিখণ্ডিত সময়ের কবিতা’।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ, রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অবসরের ঘোষণা দিলেন কলিন মুনরো সন্ধ্যার পর যেসব স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন অভিনেত্রীসহ ছয়, এক যুগ পর দোষী সাব্যস্ত মালয়েশিয়ায় ই-পাসপোর্ট নিয়ে বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন আসছে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসী আটক ফুলের বাগানে ঘেরা যে ট্রেইল মুগ্ধতা ছড়ায় ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশীয় পুলিশ বর্ণাঢ্য আয়োজনে বিএডিভি’র বাংলা বর্ষবরণ ২ বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা চলে যাচ্ছেন পিটার হাস, পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যাকে মনোনীত করলেন বাইডেন সালমানের নায়িকা হতে পারে যা বললেন উচ্ছ্বাসিত রাশমিকা অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ এমপিদের ভোট কোথায়! ১৯ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি বিএনপিতে স্বস্তি দুকূল হারালেন বহিষ্কৃতরা স্বজনদের জয়ের কারিগর এমপি-মন্ত্রীরাই টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী