পণ্যের ভরা মৌসুমেও স্বস্তি নেই – U.S. Bangla News




পণ্যের ভরা মৌসুমেও স্বস্তি নেই

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৪ | ৭:৪১
বাজারে আমন চাল ও শাক-সবজির এ ভরা মৌসুমেও এসব খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। নতুন আমন ওঠায় স্বভাবতই এখন চালের দাম কমার কথা। কিন্তু দাম না কমে বরং বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, মিলাররা সুযোগ বুঝে দাম বাড়ানোর কারণে সৃষ্টি হয়েছে এ অবস্থা। দেশীয় পেঁয়াজে বাজার এখন ভরপুর। সরবরাহও পর্যাপ্ত। কিন্তু আমদানি করা পেঁয়াজের দাম বেশি দেখিয়ে দেশীয় পেঁয়াজের দামও বাড়ানো হচ্ছে। আমদানিকারক ও আড়তদারদের কারসাজির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। বস্তুত অসৎ ব্যবসায়ী ও বিভিন্ন সিন্ডিকেটের কারণে এদেশের বাজারে এখন অর্থনীতির কোনো সাধারণ সূত্রই কাজ করছে না। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও, এমনকি নতুন পণ্য উঠলেও সেসবের দামও ক্রমাগত

বাড়ছে। বলা যায়, সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের বাজারব্যবস্থা। কোনো নিত্যপণ্যের ব্যবসাই যেন এখন আর সিন্ডিকেটমুক্ত নেই। কিন্তু প্রশ্ন হলো, বাজারে সিন্ডিকেটের কারসাজি চলছে, অসৎ ব্যবসায়ীরা অসাধু পন্থা অবলম্বন করে অতি মুনাফা লুটছে-এসব কি দেখার কেউ নেই? বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা নানা পদক্ষেপ গ্রহণের কথা বললেও বাজার সিন্ডিকেট ভাঙতে পারেননি। তাই নবগঠিত সরকারের দিকে তাকিয়ে আছে দেশবাসী। নতুন সরকার মূল্যস্ফীতি তথা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে প্রথম অগ্রাধিকার দিয়েছে। কাজেই যেভাবেই হোক, বাজারে বিদ্যমান অরাজতা রোধে তাদের সক্ষম হতেই হবে। বস্তুত বাজারে এখন যা চলছে, তা অরাজকতার পর্যায়েই পড়ে। অসৎ ব্যবসায়ীরা একজোট হয়ে ইচ্ছামতো বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ক্ষুব্ধ ক্রেতারা

একে ‘বাজার সন্ত্রাস’ নামে অভিহিত করছেন। বাজারের এ পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। যেভাবেই হোক, বাজার নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে। অসাধু ব্যবসায়ীদের শাস্তি দিতে হবে। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ পর্যন্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দিন দিন তাদের লোভ বাড়ছে, তারা হয়ে উঠছে বেপরোয়া। মনে রাখতে হবে, এই অতি মুনাফাখোর ব্যবসায়ীরা অপরাধী, তাদের শক্ত হাতে দমন করা জরুরি। এদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব কার্যকর অভিযান শুরু করা দরকার। আমরা মনে করি, অসাধু ব্যবসায়ীদের নামের তালিকা প্রকাশ করে তাদের আইনের আওতায় আনা উচিত। সেই সঙ্গে বাজার ব্যবস্থাপনাও ঢেলে সাজাতে হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরির পেছনে না ছুটে, চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী পাকিস্তানে ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য যাকে দায়ী করলেন নওয়াজ শরিফ বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, ভবিষ্যদ্বাণী কাইফের মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চাহিদা অনুযায়ী যোগ করছি নতুন প্রযুক্তি গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি ৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ডান-বাম-ইসলামপন্থি সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম