৬ দিন পর জামিন পেলেন ব্রিটিশ নাগরিক মুকিত – U.S. Bangla News




ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
প্রকাশিতঃ ৭ নভেম্বর, ২০২৩
৫:০৭ পূর্বাহ্ণ

৬ দিন পর জামিন পেলেন ব্রিটিশ নাগরিক মুকিত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৩ | ৫:০৭
কুমিল্লায় হরতালের সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাগারে যাওয়া ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ইলিয়াস মুকিত ৬ দিন পর জামিন পেয়েছেন। গত ৩১ অক্টোবর তাকে গ্রেপ্তারের পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সোমবার (৬ নভেম্বর) দুপুরে তৃতীয়বার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন বৃটিশ এই নাগরিকের জামিন মঞ্জুর করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ ওই নাগরিক লন্ডনের ডিউজবার্গ শহরের বাসিন্দা। তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। তার বাবা কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার মো. আব্দুল মুকিত। মামলা ও আাদালত সুত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালের দিন

কুমিল্লার চকবাজারে বিএনপি নেতাদের মিছিলে ধাওয়া দেয় পুলিশ। এ সময় সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। কয়েকজন নেতাকর্মীকে তখন গ্রেপ্তার করা হয়। কয়েকজন আহত হয়। অপরদিকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় বিএনপি নেতাদের নামের সঙ্গে নিজ বাসায় অবস্থান করা ওই ব্রিটিশ নাগরিকের নামও যুক্ত করা হয় বলে দাবি পরিবারের। মামলার সর্বশেষ নামীয় আসামি ব্রিটিশ নাগরিক মোহাম্মদ ইলিয়াস মুকিত। ওই মামলার বাদী কোতোয়ালি মডেল থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার। আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর আগে আমরা দুইবার অন্তঃবর্তীকালীন

জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। শুনানির পর সোমবার মুকিতের স্থায়ীভাবেই জামিন দিয়েছেন আদালত। মোহাম্মদ ইলিয়াস মুকিতের খালাতো ভাই আবদুল গফফার রুবায়েদ বলেন, সে জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। ২০২৭ সাল পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে। কিছুদিন পরই চলে যাওয়ার কথা বউ নিয়ে। সে ঘটনাস্থলে না থাকলেও তাকে আসামি করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, মামলার তদন্তে ওই ব্যক্তি ঘটনাস্থলে না থাকলে তদন্তের পর অভিযোগপত্র থেকে নাম বাদ যাবে। তাই এখনই এর বেশি কিছু মন্তব্য করা যাচ্ছে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না