স্বামীর পাশে শক্ত অবস্থানে জিল বাইডেন – U.S. Bangla News




স্বামীর পাশে শক্ত অবস্থানে জিল বাইডেন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ৫:০৫
স্বামীর হয়ে নির্বাচনি মাঠে প্রচার-প্রচারণায় নেমেছেন ফার্স্ট লেডি জিল বাইডেন (৭৩)। গত সপ্তাহে এক বৈঠকে জিল বলেন, ওই পদে (প্রেসিডেন্ট) জো শুধু একজন সঠিক ব্যক্তি নন, বরং তিনি একমাত্র ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘বিপর্যয়কর’ বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি উঠেছে। তখন স্বামীর পাশে শক্ত অবস্থান নেন জিল। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাইডেনের বিতর্কের পর গত বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া কনটেন্টে দেখা যায়, বিতর্ক শেষে সিএনএনের স্টুডিওতে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে নেমে আসতে স্বামীকে হাত ধরে সহায়তা করছেন জিল। এর পরের দিনগুলোয় নর্থ ক্যারোলাইনায় স্বামীর নির্বাচনি প্রচারে দেখা যায় জিলকে। এ সময় তিনি এমন একটি পোশাক পরে ছিলেন যেটায়

‘ভোট’ লেখা ছিল। এ বিষয়ে বোস্টন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিষয়ের অধ্যাপক টমি ভিজিল বলেন, আমার মনে হয়, তিনি (জিল বাইডেন) পণ্ডিতদের মতো প্রভাবশালী। বাইডেনের কাছে তার মতামত সম্ভবত অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টমির মতে, জিলের সমর্থন ছাড়া বাইডেনের পক্ষে নির্বাচনি দৌড়ে নিজেকে টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। সোমবার বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকী তাদের আগস্ট সংস্করণের প্রচ্ছদ প্রকাশ করেছে। এই প্রচ্ছদে সাদা রঙের গাউনে দেখা গেছে কমিউনিটি কলেজের ইংরেজির অধ্যাপক জিলকে। তবে জিলের এই ছবি ট্রাম্পের সঙ্গে বাইডেনের ‘বিপর্যয়কর’ বিতর্কের বহু আগে গত এপ্রিলে তোলা। জিলকে নিয়ে ভোগের নিবন্ধটিও গত এপ্রিলে লেখা। তবে পরে নিবন্ধে একটি সম্পাদকীয় নোট যুক্ত করা হয়েছে। নোটে যা আছে

তা হলো, বাইডেন-ট্রাম্পের বিতর্কের পর যখন বর্তমান প্রেসিডেন্টের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর দাবি উঠেছে, তখন ফার্স্ট লেডি জিলের সঙ্গে টেলিফোনে কথা বলা হয়েছে। বিতর্ক প্রসঙ্গে জিল বাইডেন ভোগ সাময়িকীকে বলেন, প্রেসিডেন্ট বাইডেনের চার বছরের মেয়াদকালকে ওই ৯০ মিনিট (বিতর্কের সময়) দিয়ে বিবেচনা করে না পরিবার। নিজের পেশাজীবন ও ফার্স্ট লেডির সরকারি দায়িত্ব সমানতালে সামলে গেছেন জিল। কলেজে পড়ানোর পাশাপাশি বড়দিনের উৎসবে হোয়াইট হাউস সাজিয়েছেন, নৈশভোজ আয়োজন করেছেন। সূত্র: এএফপি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া বাইডেন-ট্রাম্পে আস্থা নেই অর্ধেকেরও বেশি মার্কিনির যুক্তরাজ্যের নির্বাচনে জিতলেন ৪ বাংলাদেশি বংশোদ্ভূত নারী পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত টাঙ্গাইলে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে: প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ-হামাস বৈঠক বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১৫ প্রধানমন্ত্রী হয়ে প্রথম ভাষণে যা বললেন কিয়ের স্টারমার অস্থির কাঁচা মরিচের বাজার, কেজি ৩২০ ‘ভুয়া’ পিএইচডি, তুমুল বিতর্কে মিশরের নতুন শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ের স্টারমার ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান আবারও আইজিপি হলেন আবদুল্লাহ আল-মামুন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ের স্টারমার ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত: হুথি হিজবুল্লাহর হামলায় ইসরাইলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অক্সিজেনের পাইপ নিয়ে অটোরিকশা চালানো সেই সেন্টু আর নেই