সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম – U.S. Bangla News




সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮ কলম

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ মে, ২০২৩ | ৬:০৫
দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে সিরাজগঞ্জে মোতালেব হোসেন (৩৫) নামে এক যুবকের পেট থেকে বের করা হয় ১৫টি আস্ত কলম। এবার বের করা হলো আরও আটটি কলম। অস্ত্রোপচার ছাড়াই দুই দফায় মোট ২৩টি কলম বের করা হলো মোতালেবের পেট থেকে। মেডিকেল সায়েন্সের ইতিহাসে বিনা অস্ত্রোপচারে রোগীর পেট থেকে এতগুলো আস্ত কলম বের করার ঘটনা এটিই প্রথম বলে দাবি ওই হাসপাতালের চিকিৎসকদের। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর পেট থেকে এন্ডোস্কপির মাধ্যমে একটি মোবাইল বের করেছিলেন চিকিৎসকরা। অসুস্থ রোগী মোতালেব হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনি আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন। মোতালেব ৪-৫ বছর ধরে বিভিন্ন

সময়ে এসব কলম আস্ত গিলে খেয়েছেন বলে চিকিৎসকদের ধারণা। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এন্ডোস্কপির মাধ্যমে তার পেট থেকে আরও আটটি কলম বের করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। কাল থেকে তাকে মুখ দিয়ে খাবার দেওয়া হবে এবং ৪-৫ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার তার পেট থেকে ১৫টি কলম বের করা হয়। অসুস্থ মোতালেবের মা লাইলী বেগম বলেন, এক বছর ধরে আমার ছেলে পেটের ব্যথায় ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরও সে সুস্থ হয়নি। ১৫

দিন আগে সমস্যা আরও বাড়ে তার। তখন সে খেতে পারত না, খালি বমি করত। এ কারণে তাকে এ হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে পেটের মধ্য থেকে কলমগুলো বের করে এনেছেন চিকিৎসকরা। তিনি আরও বলেন, ১২ বছর ধরে আমার ছেলে মানসিক রোগী। তাকে মানসিক চিকিৎসকও দেখানো হয়েছে। কলমগুলো সে না বুঝেই খেয়ে ফেলেছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, প্রথমদিন তার পেট থেকে ১৫টি কলম বের করা হলেও সোমবার আরও আটটি কলম বের করা হয়েছে। বাংলাদেশে এমন সাফল্য এটাই প্রথম। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ মে) দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে এক যুবকের

পেটের ভেতর থেকে ১৫টি আস্ত কলম বের করেছেন চিকিৎসকরা। এই অসম্ভবকে সম্ভব করেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের একদল চিকিৎসক।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সমালোচনার মুখে সাকিব আল হাসান বললেন ‘হাসি পায়’ যে কারণে খালাস পেলেন গোল্ডেন মনির অস্ত্র মামলায় গোল্ডেন মনির খালাস টানা তৃতীয় দিন সোনার দাম আরও কমল ঢেউয়ের কবলে জাহাজডুবি, ১২ নাবিক ভাসছেন সাগরে যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি: ওবায়দুল কাদের চরম শাস্তির মুখে নাভালনির শেষকৃত্য সম্পন্নকারী রাশিয়ান পুরোহিত জিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না, জানালেন সাকিব নেতানিয়াহুর পদত্যাগ চাইলেন ন্যান্সি পেলোসি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবার ২২৮২২ কোটি টাকার পরিকল্পনা নিয়ে মাঠে পেট্রোবাংলা হঠাৎ বেড়েছে মাদক কুশের চোরাচালান সিটির পর উপজেলা নির্বাচনেও ‘ কৌশলী’ এমপি বাহার নাথানের স্ত্রী ‘নিখোঁজ’ জিম্মি ইসরায়েলি-আমেরিকান তরুণের ভিডিও প্রকাশ হামাসের কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর ‘শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙ্গুল রাখা ইরানের’ তাপপ্রবাহ প্রাণঘাতী জেনেও সবাই চুপ সর্বনাশা ‘স্টোন ব্রিকস’