সীমানা প্রাচীর ভেঙে মালামাল আত্মসাৎ – U.S. Bangla News




সীমানা প্রাচীর ভেঙে মালামাল আত্মসাৎ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৩ | ১১:১৩
কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই সরকারি বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বামী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ব্যাপারে বিদ্যালয়ের এসএমসির এক সদস্য থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তড়িঘড়ি করে রাতের আঁধারে ওই মালামালের কিছু অংশ বিদ্যালয়ের আঙিনায় ফেলে রেখে যাওয়া হয়। যদিও প্রধান শিক্ষিকা ও তার স্বামীকে বাঁচাতে নতুন সীমানা প্রাচীর নির্মাণকারী ঠিকাদার ঘটনার দায় নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। জানা যায়, সম্প্রতি ওই বিদ্যালয়ের পুরোনো সীমানা প্রাচীরের পাশাপাশি নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। কিন্তু বিদ্যালয়টির পূর্বের সীমানা

প্রাচীর ও লোহার ফটক নিয়মানুযায়ী টেন্ডারের মাধ্যমে ভেঙে ফেলার কথা থাকলেও শনিবার হঠাৎ করেই কোনো টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) কামরুন নাহার রুবির স্বামী ও স্থানীয় ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল তা ভেঙে নিজের বাড়ির আঙিনায় নিয়ে রাখেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের এসএমসির সদস্য ও ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী শনিবার থানায় লিখিত অভিযোগ করেন। স্কুলের পুরোনো সীমানা প্রাচীর বিক্রি ও ভাঙার বিষয়ে কোনো টেন্ডার প্রক্রিয়া না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার রুবি জানান, ‘দেওয়াল কারা ভেঙেছে আমি বলতে পারব না।’ আপনার স্বামীর নবনির্মিত বাড়িতে দেওয়ালের মালামাল পাওয়া গেছে

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদারের লোকজন তাদের সুবিধার্থে সেখানে মালামাল রেখেছেন হয়তো। এদিকে নতুন দেওয়াল নির্মাণ কাজের ঠিকাদারের সহকারী কামরুল ইসলাম দেওয়াল ভাঙার দায় নিজের কাঁধে নিয়ে বলেন, কাজের সুবিধার্থে মালামাল অন্যত্র রাখা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল বক্তব্য দিতে রাজি হননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম বলেন, দেওয়াল ভাঙার বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপুরে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শ.ম জয়নাল আবেদিন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ আহ্বায়ক

খায়রুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলাল খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল। ভোলায় জেলা আওয়ামী মৎস্য লীগের সভাপতি হাসান আলী জেলা এবং শ্রমিকলীগ সম্পাদক মো. ফারুকের নেতৃত্বে নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করেন। এছাড়া দলীয় অফিসের সামনে অবস্থান নেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশাররফ হোসেন, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না