সিলেটে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ – U.S. Bangla News




সিলেটে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৫
জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অন্যের জমি দখল করে অবৈধভাবে বালু তোলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলা, জেলা প্রশাসন ও সিলেট রেঞ্জে এই লিখিত অভিযোগ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রামের মরহুম শমশের আলীর ছেলে ব্যবসায়ী মুক্তার হোসেন। অভিযোগে মুক্তার দাবি করেছেন তার ভাই জজ মিয়ার রেকর্ডভুক্ত কোম্পানীগঞ্জের কালাসাদেক মৌজার ১৯০৫ খতিয়ান ও ২৪৩ দাগের কয়েক শতক জমি অবৈধ দখলে নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন। ওই জমি থেকে বালু তুলে হাজার হাজার ঘনফুট বালু বিক্রি করে টাকা লুটপাট করে চলেছেন। সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে

লিখিত এ অভিযোগ করেন মুক্তার। অভিযোগ পাওয়ার পর সোমবার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ওই ভূমির অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় বলে জানান এসআই আলাউদ্দিন। পুলিশ জানায়, মুক্তার হোসেনের দাবি করা জায়গা সরকারি নাকি ব্যক্তিমালিকানাধীন-তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ দেখে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় এটা প্রতীয়মান হয়েছে যে তারাও বৈধ নয়। অভিযোগপত্রে উল্লেখ, কালাসাদেক মৌজার রেকর্ডভুক্ত ৭নং জে.এল, ১৯০৫নং খতিয়ানের ২৪৩ দাগের এক একর (একশ শতক) জায়গায় মুক্তার হোসেন গংয়েরা ক্রয়সূত্রে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছে। বিবাদী আলাউদ্দিন উপজেলা যুবলীগের আহ্বায়ক হওয়ায় দলীয় প্রভাব দেখিয়ে দলবল নিয়ে চাঁদা দাবি করে আসছিল মুক্তার হোসেন গংদের কাছে।

চাঁদা না দেওয়ায় উল্লেখিত জায়গা থেকে জোরপূর্বক অবৈধভাবে বালু তুলে টাকা লুটপাট করছে। জজ মিয়া জানান, যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন সরকার দলীয় ক্ষমতা দেখিয়ে এসব অপকর্ম করে যাচ্ছেন। ন্যায়বিচারের জন্য স্থানীয় মুরব্বি ও প্রশাসনের কাছে অভিযোগ করেছি। ন্যায় বিচার চাই। অভিযুক্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন বলেন, যে জায়গার কথা বলা হচ্ছে সেই জায়গা অনেকটা মৌরসীর মতো। কারণ আমরা বংশ পরম্পরায় ব্যবহার করে আসছি। যারা অভিযোগ করেছেন তারা একটি লিজের কাগজ বের করে এখন সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট অভিযোগ করে যাচ্ছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, আমরা অভিযোগ তদন্ত করছি। তবে জমির মালিকানা দুই পক্ষই দাবি করছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না