সাড়ে ৪ বছর পর ২৪৫৩ বিসিএস ক্যাডারের কাজে যোগদান – U.S. Bangla News




সাড়ে ৪ বছর পর ২৪৫৩ বিসিএস ক্যাডারের কাজে যোগদান

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ | ১০:৪০
সাড়ে চার বছর পর ৪১তম বিসিএসের ২ হাজার ৪৫৩ জন ক্যাডার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ে কয়েক দিন ধরেই এ কার্যক্রম শুরু হয়েছে। নতুন ক্যাডারদের পদায়ন দেওয়া হয়েছে। তারা নিজ নিজ কর্মস্থলে যেতেও শুরু করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় গত ২১ মার্চ ৪১তম বিসিএসে ২ হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ বিসিএসে নিয়োগ দিতে সরকারি কর্ম-কমিশন (পিএসসি) ২ হাজার ৫২০ জনের নাম সুপারিশ করেছিল। সেখান থেকে প্রজ্ঞাপনে বাদ পড়েছেন ৬৭ জন। সব মিলিয়ে বিজ্ঞপ্তি শুরুর দিন আর প্রজ্ঞাপনের দিনের সঙ্গে যোগদানের দিন হিসাব করলে দেখা যায়, ৪১তম বিসিএসের সব কার্যক্রম শেষ হতে লেগে

গেল সাড়ে ৪ বছর। পিএসসি সূত্র জানায়, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ লিখিত পরীক্ষার খাতা দেখায়। এমনিতে প্রথম ও দ্বিতীয় পরীক্ষক খাতা দেখেন। তাতে একটি বড় সময় চলে যায়। আবার সেই খাতা দেখা হলে তা পরীক্ষা করা হয়। সেই খাতা আবার ২০ শতাংশ বা এর অধিক নম্বরের পার্থক্য হলে তৃতীয় পরীক্ষকের কাছে যায়। সেখানেও বেশ সময় যায়। ৪১তম বিসিএসে ১০ হাজারের বেশি খাতা তৃতীয় পরীক্ষক দেখেছেন। এক বছরের বেশি সময় ধরে সেই খাতা দেখা শেষ হয়। এরপর প্রায় সাত মাস ধরে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। পরে দুই মাস পর হয় চূড়ান্ত ফলাফল। পিএসসির সুপারিশের ভিত্তিতে আবার আট মাস পর চূড়ান্ত প্রজ্ঞাপন। সাড়ে চার

বছরের একটি সময়। আমরা চেষ্টা করছি কিন্তু লিখিত পরীক্ষার খাতা দেখার চ্যালেঞ্জের কারণে পারছি না। পিএসসি সূত্র জানায়, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ফলাফল প্রকাশিত হয় ২০২২ সালের ১০ নভেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৩ হাজার জন। এরপর ওই বছরের ডিসেম্বরের

শুরুর দিকে তাদের মৌখিক পরীক্ষায় ডাকা হয়। ২০২৩ সালের ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এরপর গত বছরের ৬ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই অর্থনীতিবিদদের আজ্ঞাবহ হিসাবে দেখতে চান রাজনীতিবিদেরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা রাজধানীতে বন্ধ হয়নি ব্যাটারিচালিত রিকশা, উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প দুবাইয়ে বাড়ি-ফ্ল্যাটের মালিক ৫৩২ বাংলাদেশি এমওইউ সই চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করবে আবুধাবি গ্রুপ ছাগলনাইয়ার সোহেলের চেয়ারম্যান পদ অবৈধ, বেতন-ভাতা ফেরতের নির্দেশ ঝড় আসছে, বজ্রবৃষ্টির আভাস জলবায়ু অভিযোজনে বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার প্রয়োজন: অর্থ প্রতিমন্ত্রী জরুরি অবস্থা জারি ফ্রান্সে ইট মারলে পাটকেলটির জন্য প্রস্তুত থাকতে হবে: বিএনপিকে নানক বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে: মির্জা ফখরুল কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী আরও ৪ বিএনপি নেতা বহিষ্কার গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোয় মনোযোগ দিতে হবে: পরিবেশমন্ত্রী ফোর্বসের ‌‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকায় ৯ বাংলাদেশি