সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে – U.S. Bangla News




সংসদীয় অল্প কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ মে, ২০২৩ | ১০:৩৮
সংসদীয় কিছু আসনের সীমানায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে কমিশন। নতুন সংসদীয় আসনের সীমানা গেজেট করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে; যা আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদিকদের তিনি এ কথা বলেন। গত ২৬ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া প্রকাশ করে কমিশন। ওই খসড়ার ওপর আসা ১৮৬ দাবি-আপত্তির আবেদন জমা পড়েছিল কমিশনে। সীমানার আপত্তি নিয়ে সবচেয়ে বেশি ৮৪টি আবেদন জমা পড়ে কুমিল্লা অঞ্চল থেকে। এ ছাড়া রাজশাহীতে ৪৩টি, বরিশালে ২৯টি, ঢাকা অঞ্চলে ১৮টি আবেদন জমা পড়েছে। খুলনা ও ফরিদপুর অঞ্চল

থেকে আবেদন পড়েছে পাঁচটি। অন্যদিকে সিলেট ও রংপুর অঞ্চল থেকে কোনো আবেদন জমা পড়েনি। এসব দাবি-উপাত্তের ওপর শুনানি করেছে ইসি। মো. আলমগীর বলেন, যেসব দাবি এসেছে সেসব দাবি মেনে নিলে ৩৮ আসনে পরিবর্তন আসত। কিছু দাবি আপত্তি গ্রহণযোগ্য মনে হয়েছে। বাকিগুলো গ্রহণযোগ্য মনে হয়নি। কতগুলো আসনের সীমানায় পরিবর্তন আসছে জানতে চাইলে তিনি বলেন, ‘অল্প আসনে পরিবর্তন এসেছে। তবে সঠিক সংখ্যাটা বলতে পারব না।’ নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী জুনের মধ্যে সংসদীয় আসনের সীমানা শেষ করার কথা জানিয়ে এই কমিশনার বলেন, ‘খসড়া প্রকাশ যথাসময়ে করেছি। আবেদনের শুনানি সমাপ্ত হয়েছে। কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে। আগের যে সীমানা ছিল সেটাকে প্রকাশ করেছিলাম। তারপর বেশকিছু দরখাস্ত পেয়েছিলাম।

সেগুলো দেখে সিদ্ধান্ত হয়েছে। অল্প কয়টা আসনে সীমানা পরিবর্তন হয়েছে। এটা গেজেট করার জন্য সচিবালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। রোডম্যাপে বলেছিলাম জুন মাসে প্রকাশ করব। সেটা আমরা জুন মাসেই শেষ করতে পারব।’ ইউনিয়ন একটা প্রশাসনিক ইউনিট জানিয়ে এই কমিশনার বলেন, ‘উপজেলা একটা প্রশাসনিক ইউনিট। জেলা একটা প্রশাসনিক ইউনিট। প্রশাসনিক যে পরিবর্তন এসেছে সেটা আমরা খসড়ায় পরিবর্তন করে দিয়েছি। সেটা নিয়ে কোনো আপত্তি আসেনি।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তাপমাত্রা কমার সুখবর নেই, তীব্র গরমে ঘরে-বাইরে সর্বত্র অস্বস্তি ইসরাইলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ মিরপুরে ছাদ থেকে লাফিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি সাবেক প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সৃজিত! চেয়ারম্যানরা এমপি মন্ত্রীর স্বজন হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন: মির্জা আজম যে কারণে বিশ্বে কমল জ্বালানি তেলের দাম একরামের এমপি পদ স্থগিতের দাবি জেলা আ.লীগের ফিলিস্তিনিদের অনুদান দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশি মুসলিম কমিউনিটি ক্রমাবনতিশীল ঢাকার পরিবেশ: একদিন কি মৃত শহরে পরিণত হবে? শিক্ষাপ্রতিষ্ঠানে সৎ ব্যক্তিদের আনতে হবে চতুর্থ ধাপের ৫৫ উপজেলায় ভোট ৫ জুন পরকীয়ায় জড়িয়ে বাবুল মিতুকে খুন করায়: মা গ্যাস-বিদ্যুতের দাম ও ঋণের সুদ বৃদ্ধি, ব্যবসা টিকিয়ে রাখা দায় ২ ভাইকে পিটিয়ে হত্যা: মহাসড়ক অবরোধ বিক্ষোভ, পুলিশের গুলিতে আহত ১৫ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ প্রচণ্ড গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে ইরান-পাকিস্তান বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুমকি স্ত্রীর সনদ বাণিজ্য নিয়ে কিছুই জানেন না আলী আকবর!