সংবাদপত্রের ওপর আক্রমণ – U.S. Bangla News




সংবাদপত্রের ওপর আক্রমণ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:৫৮
নানা ঘটনার মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছিল ফেব্রুয়ারির দিনগুলো। রাজনীতিমনস্ক ছাত্রদের ব্যস্ততার শেষ নেই। পোস্টার-ব্যানার তৈরি, ইশতেহার ছাপা ও বিতরণ, ছাত্রাবাস-ছাত্রাবাসে যোগাযোগ নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে একুশের কারিগরদের সম্ভবত সঠিক ধারণা ছিল না, মুসলিম লীগ সরকার কতটা ফ্যাসিস্ট চরিত্রের হতে পারে। ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি ‘পাকিস্তান অবজারভার’-এ মুসলিম লীগ শাসনের দুর্নীতি ও স্বজনপ্রীতি সম্বন্ধে একটি সমালোচনামূলক সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয় ‘ক্রিপটো ফ্যাসিজম’ (ছদ্ম ফ্যাসিজম) শিরোনামে। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনের দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে প্রশ্ন তোলা হয়। পরদিনই (১৩ ফেব্রুয়ারি) পূর্ব পাকিস্তানের নুরুল আমিনের সরকার জননিরাপত্তা আইনের সুযোগ নিয়ে ঘোষণা দেয়- ১৪ ফেব্রুয়ারি থেকে ‘পাকিস্তান অবজারভার’ প্রকাশ নিষিদ্ধ। গ্রেফতার করা হয় পত্রিকার

মালিক সাবেক মন্ত্রী হামিদুল হক চৌধুরী ও সম্পাদক আবদুস সালামকে। যদিও শেষ পর্যন্ত তারা জামিনে মুক্তি পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ছাত্রসভায় সরকারের স্বৈরাচারী পদক্ষেপের প্রতি নিন্দা জানিয়ে ‘অবজারভার’র ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিলের দাবি তোলা হয়। ছাত্ররা ঠিকই বুঝে ছিল যে, ভাষা আন্দোলনের কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যেই আন্দোলনের সমর্থক পত্রিকাটির প্রকাশনা নিষিদ্ধ করেছে নুরুল আমিন প্রশাসন। স্বভাবতই এ ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের প্রতিবাদ আরও তীব্র হয়। মেডিকেল কলেজের ছাত্ররা আলাদাভাবে মেডিকেল কলেজের হোস্টেলের কমনরুমে ছোটখাটো একটি প্রতিবাদ সভার আয়োজন করেন এবং ‘অবজারভার’র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান। শুধু ছাত্র সমাজই নয়, যুবলীগও সরকারের ওই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে

তোলার আহ্বান জানায়। তাদেরও একই ভাবনা- সরকার ভাষা আন্দোলনের পক্ষে সমর্থন হ্রাস করতে ‘পাকিস্তান অবজারভার’র প্রকাশনা বন্ধ করেছে। তাই তাদেরও দাবি, অবিলম্বে বিনা শর্তে যেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ‘ইত্তেফাক’, ‘ইনসাফ’, ‘নওবেলাল’ প্রভৃতি পত্রিকা ‘অবজারভার’র পক্ষ নিয়ে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানায়। তারা বিশেষভাবে সংবাদপত্রের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরির পেছনে না ছুটে, চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী পাকিস্তানে ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য যাকে দায়ী করলেন নওয়াজ শরিফ বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, ভবিষ্যদ্বাণী কাইফের মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চাহিদা অনুযায়ী যোগ করছি নতুন প্রযুক্তি গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি ৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ডান-বাম-ইসলামপন্থি সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম