শিশুর অটিজম সচেতনতার বিকল্প নেই – U.S. Bangla News




শিশুর অটিজম সচেতনতার বিকল্প নেই

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৪ | ১০:১৯
সোমবার পালিত হয়ে গেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। শিশুর জন্মগত স্নায়বিক দুর্বলতা অর্থাৎ অটিজমের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রত্যেকের সজাগ ও সময়োপযোগী হওয়ার জন্য সচেতনতার বিকল্প নেই। বিএসএমএমইউ ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) উদ্যোগে পরিচালিত এক জরিপে উঠে এসেছে, দেশে প্রতি ৫৮৯ জন শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত। শহরে প্রতি ১০ হাজারে ২৫ জন এবং গ্রামে প্রতি ১০ হাজারে ১৪টি শিশু অটিস্টিকে আক্রান্ত হচ্ছে। বলা বাহুল্য, অটিজমে যেসব আচার-আচরণ, উপসর্গ ও প্রভাব দেখা যায় সে সম্পর্কে আমরা কমই জানি। অটিজম একধরনের জটিল নিউরোলজিক্যাল ডিজঅর্ডার বা স্নায়ুবৈকল্য-এটি জানা থাকলেও এর ধরন-ধারণ সম্পর্কে আমাদের তেমন জানা নেই। অনেক অটিস্টিক সন্তানের মা-বাবা

শুধু এটুকু জানেন যে তাদের সন্তান অন্য দশটা শিশুর মতো নয়; তাদের আচরণ সবার থেকে আলাদা ও অস্বাভাবিক। অন্যদিকে স্কুলের শ্রেণিতে, খেলার মাঠেও এরা স্বাভাবিক নয়। ফলে এসব শিশুকে নিয়ে ভুল বোঝাবুঝি ও অসচেতনতার অভাব নেই। অটিজমের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-পুনরাবৃত্তিমূলক আচরণ, অধিক চঞ্চল, জেদি ও আক্রমণাত্মক আচরণ, অহেতুক ভয়ভীতি, খিঁচুনি ইত্যাদি। এছাড়াও অটিস্টিক শিশুদের মধ্যে অধিক মাত্রায় অস্থিরতা, অমনোযোগিতা, একই আচরণ বারবার করা, অন্যকে আঘাত করা, নিজেই নিজেকে আঘাত করা, চিৎকার ও মারামারি করা ইত্যাদি দেখা যায়। পরিবারে যখন অটিস্টিক শিশু থাকে, সেই পরিবারকে নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করতে হয়। বলার অপেক্ষা রাখে না, শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে মা-বাবাকেও

পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ, সহ্য করতে হয় নানা বৈষম্য। অটিজম সম্পর্কে মানুষের জানার আগ্রহ ও চেষ্টা থাকলেও উপযুক্ত তথ্য, বইপুস্তক, গবেষণা ও প্রচার-প্রচারণা তেমন নেই বলে সেটিও সব সময় সম্ভব হয়ে ওঠে না। মনে রাখতে হবে, অটিস্টিক শিশু সমাজের বোঝা নয়। ভালোবাসা, সহমর্মিতা ও উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারাও সমাজে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা মনে করি, পাঠ্যপুস্তকসহ মিডিয়ায় গণসচেতনতা সৃষ্টি করে অটিজম শিশুকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা দরকার। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়াও নিতে হবে নানা পদক্ষেপ। উল্লেখ্য, সরকার অটিজম বিষয়ে নানা উন্নয়নমূলক কাজ করছে। এ ধারা চলমান থাকবে-এটাই প্রত্যাশা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনআইডি’ হস্তান্তর ইসি’র যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার লক্ষ্যে আলোচনার আগে রাফাহতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসংঘ প্রধানের আহ্বান নিউইয়র্ক মহানগর আ.লীগের সহসভাপতির দায়িত্ব পেলেন নূর হোসেন ফরহাদ একপক্ষীয় প্রার্থীদের লড়াই যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক নাদির জুনাইদকে অব্যাহতি আসছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি বন উজাড়ে জড়িত বন কর্মকর্তারাই আজকের দিনটি আমার জন্য অনন্য: সংসদে প্রধানমন্ত্রী সাকিবকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর দুবাইগামী ফ্লাইটে মিলল পৌনে তিন কোটি টাকার বিদেশী মুদ্রা এখনো ভিসা হয়নি ৫০ হাজার হজযাত্রীর ছাত্রনেতা হিরুকে তুলে নেওয়ার অভিযোগ অর্থনৈতিক সংকটে ভারতকে যে আহ্বান জানাল মালদ্বীপ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিনির্দেশ বহির্ভূত ধান-চাল-গম কিনলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী উড়ন্ত বিমানে হঠাৎ নারী যাত্রীদের হাতাহাতি, যা করলেন পাইলট